গাইবান্ধা শহরের বোর্ডবাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাইবান্ধা-বোনারপাড়া রোড কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন মিয়া সদর থানায় কর্মরত এবং পুলিশের গাড়ি চালক। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগাছায় বলে জানা গেছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘ঘটনার সময় সুমন মিয়া তার বাসা থেকে মোটরসাইকেলযোগে থানায় আসার উদ্দেশে রওনা হন। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নামক স্থানে পৌঁছালে একটি অটোরিকশার ধাক্কায় সুমন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’