Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

করতোয়া নদী থেকে পাওয়া পিতলের মূর্তি জব্দ 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

করতোয়া নদী থেকে পাওয়া পিতলের মূর্তি জব্দ 

রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীর কাঁচদহ নামকস্থানে ড. ওয়াজেদ মিয়া সেতুর নিচে থেকে পাওয়া পিতলের মূর্তি জব্দ করেছে থানা-পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মূর্তিটি জব্দ করে আনেন।

জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের করতোয়া নদীর কাঁচদহ নামকস্থানে ড. ওয়াজেদ মিয়া সেতুর নিচে দুধিয়াবাড়ী দারাপাড়ার নুর আমিনের ছেলে রুবেল মিয়া হাত দিয়ে মাছ ধরছিল। এ সময় হিন্দুদের দেবতা ‘গোপাল’ আকৃতির পিতলের একটি মূর্তি পান এবং লুকিয়ে রাখেন। খবরটি ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের বীট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন অভিযান শুরু করেন। প্রায় সপ্তাহখানেক পর গতকাল কৌশলে মূর্তিটি এবং ওই কিশোরকে হাতের নাগালে নেন। পরে পীরগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়ার কাছ থেকে মূর্তিটি জব্দ করেন। 

মূর্তি জব্দকালে টুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে ওসি বলেন, ‘জব্দকৃত ব্রোঞ্জের মূর্তিটির ওজন ১ কেজি ৮৬ গ্রাম। মূর্তিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তবে এ ব্যাপাকে কোনো মামলা করা হয়নি।’ 

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার