Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বাস ও অটোরিকশা সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২ 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

বাস ও অটোরিকশা সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২ 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে আজ শনিবার সকালে। তাঁর নাম মো. নাজমুল ইসলাম (৩৮)। তিনি অটোরিকশাটির চালক ছিলেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল দুই। বিষয়টি নিশ্চিত করেন বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এম এ আজিজ। 

মো. নাজমুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বাকির মোড় এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে। 

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এম এ আজিজ বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। গতকাল শুক্রবার রাতের এই সড়ক দুর্ঘটনায় মো. জাকির হোসেন নামের এক যাত্রীর মৃত্যু হয় মেডিকেলে নেওয়ার পথে। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের মো. দুলা মিয়ার ছেলে। 

এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন নিহত জাকির হোসেনের স্ত্রী লিমা আক্তার (২৪), সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামের মো. কছর আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৩২), তাঁর স্ত্রী জুই আক্তার (২৪) ও এক বছর বয়সের ছেলে মো. রাকিব বাবু। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনসংলগ্ন বামনডাঙ্গা-গাইবান্ধা সড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত