Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

‘অল্প সময়েই আজকের পত্রিকা পাঠকসমাজে স্থান করে নিয়েছে’

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

‘অল্প সময়েই আজকের পত্রিকা পাঠকসমাজে স্থান করে নিয়েছে’

বর্তমানে বাজারে যে পত্রিকাগুলো আছে, সেগুলোর মধ্যে আজকের পত্রিকা নিঃসন্দেহে একটি মানসম্মত ও উঁচু মানের পত্রিকা বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি আরও বলেন, ‘আজকে এখানে উপস্থিত প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তি ও সর্বসাধারণের অংশগ্রহণই আজকের পত্রিকার জনপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ। আজকের পত্রিকা অল্প সময়েই পাঠকসমাজে স্থান করে নিয়েছে। আমি আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এর সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক, কলাকুশলীসহ সকলকে অভিনন্দন জানাচ্ছি।’

আজ সোমবার বীরগঞ্জ প্রেসক্লাবে আজকের পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মনোরঞ্জন শীল গোপাল। 

সোমবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভায় বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মাজেদুর রহমানের সভাপতিত্বে ও আজকের পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলাম মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইমদাদুল হক মিলন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনিসুল হক জুয়েল প্রমুখ।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির, উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোনায়েম মিঞা, বীরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. ছকিমুদ্দীন, সহসভাপতি আরমান হোসেন, কোষাধ্যক্ষ দশরথ রায় বাবুল, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পিযুষ, সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, সহসভাপতি কার্তিক রায়, ভোরের ডাক পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন প্রমুখ। 

প্রধান অতিথি উপস্থিত সবাইকে নিয়ে বর্ষপূর্তির কেক কাটেন। এ সময় উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার