Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ইউপি নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

ইউপি নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের প্রার্থী আফছার আলী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রার্থীরা প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ফজলুপুর ইউপি নির্বাচনে ১৪ হাজার ১২ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৬৫৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে স্বতন্ত্র প্রার্থী আনছার আলী মণ্ডল আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ প্রামাণিক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৯৯ ভোট।

অপর দুই স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন জালাল চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৬২ ভোট। তা ছাড়া মিলন মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট। দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আফছার আলী নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১০ ভোট। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তিনি জামানত হারাচ্ছেন।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছোবহান বলেন, নির্বাচনের আগে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর ৫ হাজার টাকা করে জামানত হিসেবে জমা থাকে। নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় তিনি এই টাকা আর ফেরত পাচ্ছেন না।

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ