ঠাকুরগাঁও সদর উপজেলায় সাত বছরের শিশুমেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে শিশুর বাবা বাদী হয়ে ওই কিশোরকে আসামি করে সদর থানায় মামলা করেন। আজ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বাড়ির পেছনে খেলা করছিল ওই শিশুটি। এ সময় প্রতিবেশী ওই কিশোর শিশুটিকে পেয়ারা দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় কিশোর ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির মা ডাকাডাকি করলে শিশুকে ছেড়ে দেয় কিশোর। পরে শিশুটি তার মাকে ঘটনা জানায়। গতকাল শুক্রবার ওই শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।
সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ওই কিশোরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।