Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

‘নাতির মুখ চেপে ধরে’ দাদাকে কুপিয়ে হত্যা 

হবিগঞ্জ প্রতিনিধি

‘নাতির মুখ চেপে ধরে’ দাদাকে কুপিয়ে হত্যা 

হবিগঞ্জের লাখাই উপজেলায় লাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধ ব্যাক্তিকে গভীর রাতে হাওরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার জিরুন্ডা গ্রামের বাওয়ার হাওরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বৃদ্ধ লাল মিয়া বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দুরের ওই হাওরে শ্যালোমেশিন দিয়ে সেচপ্রকল্প পরিচালনা করতেন। বৃহস্পতিবার রাতেও তিনি নাতি তোফাজ্জলকে (০৮) নিয়ে সেচ প্রকল্পের ‘হুড়া’ ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ মুখোশধারী ৫-৬ জন এসে তাঁকে ধারালো দা-ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় হত্যাকারীদের দুই সহযোগী তোফাজ্জলের মুখ চেপে ধরে রাখে। 

পরে হত্যাকারীরা চলে গেলে তোফাজ্জল দৌড়ে বাড়িতে এসে সংবাদ দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাল মিয়াকে অচেতন অবস্থায় পান। পরে তাঁকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

হত্যাকারীরা মুখোশ পরা থাকায় লাল মিয়ার নাতি তোফাজ্জল হত্যাকারীদের চিনতে পারেনি। 

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি আজকের পত্রিকাকে জানান, হত্যাকারীদের শনাক্ত করছে পুলিশ। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না।

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু