কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার বারাক নদী থেকে আজিজুল (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরির দল।
আজ সোমবার দুপুরের দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে আজিজুল বরাক নদীতে সাঁকো পাড় হতে গিয়ে পড়ে যায়। তখন স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ডুবুরি এসে উদ্ধার কাজ চালালে দুপুরের দিকে মরদেহটি পাওয়া যায়।
খলিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।