Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদলের ধাওয়া-পাল্টা, পুলিশের গাড়ি ভাঙচুর

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদলের ধাওয়া-পাল্টা, পুলিশের গাড়ি ভাঙচুর

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে। 

এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য মো. হাসনাত ও মিজানুর রহমানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুরে শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় ছাত্রদল নেতা–কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি করতে যায়। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে পুলিশ ও ছাত্রদলের নেতা–কর্মীরা সংঘর্ষ জড়িয়ে যায়। শুরু হয় ধাওয়া-পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপ। এ সময় ভাঙচুর করা হয় হবিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহিরের একটি নির্বাচনী অফিস। এ ছাড়া পুলিশের একটি পিকআপভ্যানও ভাঙচুর করে ছাত্রদলের নেতা–কর্মীরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

‘গায়েবি’ মামলার আসামি প্রবাসী, সরকারি কর্মকর্তা

গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক হলেন আওয়ামী লীগ নেতা

সিলেটে ঠিকাদারকে মারধর, আ.লীগ নেতাসহ পাঁচজনের নামে মামলা

হবিগঞ্জে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

এবার ইবনে সিনার সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

বিছনাকান্দি সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত

হামলা মামলায় হবিগঞ্জে উপসহকারী ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

বিশ্বনাথে চোর সন্দেহে যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা

সুনামগঞ্জে পুলিশকেই তুলে নিয়ে যাচ্ছিল ডাকাতেরা, দুর্ঘটনার পর গ্রেপ্তার ২

মৌলভীবাজারে সাংবাদিকের ওপর হামলা