সিলেট প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজারের এক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা। সমালোচনার জেরে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করেন গণঅধিকার পরিষদের সিলেট জেলার যুগ্ম সদস্যসচিব হারুনুর রশীদ।
বুধবার (১৯ মার্চ) বিয়ানীবাজার উপজেলার গণঅধিকার পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে আহ্বায়ক করা হয় বিবেকানন্দ দাস বিবেককে। তিনি উপজেলার তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। ২০২১ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরও দলীয় কাজে সক্রিয় ছিলেন বিবেক। গত বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট-৫ আসনের ডামি প্রার্থী সরওয়ার হোসেনের হয়ে কাজ করেছেন তিনি। ২৩ সালের সিলেট সিটি নির্বাচনেও দলের হয়ে কাজ করেন তিনি। সখ্য দেখা গেছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশের সঙ্গে।
বুধবার দেখা যায়, গণঅধিকার পরিষদের বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক হয়েছেন তিনি। বিবেক আহ্বায়ক হওয়ায় এলাকায় শুরু হয় সমালোচনা।
এ বিষয়ে বিবেকানন্দ দাস বিবেক বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই। ২০২১ সালের ইউপি নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকে আমি আর দলের সঙ্গে নাই।’
বিবেকানন্দ দাস আরও বলেন, ‘দল থেকে বহিষ্কার করলেও আমার ভালো লাগা থেকে মাঝেমধ্যে কাজ করেছি। মানুষের ভালো লাগা থাকতেই পারে। সবার সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। মানুষ চাইলে কি তার আদর্শ পরিবর্তন করতে পারে না। অনেক বড় বড় নেতা তো দল পরিবর্তন করেছেন। এখন আর আমি বঙ্গবন্ধুর আদর্শে নেই। তাই আমি দল পরিবর্তন করে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। যদি এ রকম অভিযোগ কারও বিরুদ্ধে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেব।’
সিলেটের বিয়ানীবাজারের এক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা। সমালোচনার জেরে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করেন গণঅধিকার পরিষদের সিলেট জেলার যুগ্ম সদস্যসচিব হারুনুর রশীদ।
বুধবার (১৯ মার্চ) বিয়ানীবাজার উপজেলার গণঅধিকার পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে আহ্বায়ক করা হয় বিবেকানন্দ দাস বিবেককে। তিনি উপজেলার তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। ২০২১ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তারপরও দলীয় কাজে সক্রিয় ছিলেন বিবেক। গত বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট-৫ আসনের ডামি প্রার্থী সরওয়ার হোসেনের হয়ে কাজ করেছেন তিনি। ২৩ সালের সিলেট সিটি নির্বাচনেও দলের হয়ে কাজ করেন তিনি। সখ্য দেখা গেছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশের সঙ্গে।
বুধবার দেখা যায়, গণঅধিকার পরিষদের বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক হয়েছেন তিনি। বিবেক আহ্বায়ক হওয়ায় এলাকায় শুরু হয় সমালোচনা।
এ বিষয়ে বিবেকানন্দ দাস বিবেক বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই। ২০২১ সালের ইউপি নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকে আমি আর দলের সঙ্গে নাই।’
বিবেকানন্দ দাস আরও বলেন, ‘দল থেকে বহিষ্কার করলেও আমার ভালো লাগা থেকে মাঝেমধ্যে কাজ করেছি। মানুষের ভালো লাগা থাকতেই পারে। সবার সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। মানুষ চাইলে কি তার আদর্শ পরিবর্তন করতে পারে না। অনেক বড় বড় নেতা তো দল পরিবর্তন করেছেন। এখন আর আমি বঙ্গবন্ধুর আদর্শে নেই। তাই আমি দল পরিবর্তন করে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। যদি এ রকম অভিযোগ কারও বিরুদ্ধে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেব।’
ক্ষমতার দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তবে এখনো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নিয়ন্ত্রণ করছে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, কৃষি উপকরণ বিতরণকারী প্রতিষ্ঠানটির অধিকাংশ ডিলার সিন্ডিকেটের কাছে অসহায়। গত ৫ আগস্টের পর ওই সিন্ডিকেটের বাইরে গুদাম থেকে কোনো ডিলার ধানবীজ উত
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড় এলাকার রিমা কমিউনিটি সেন্টারের বিপরীতে পাহাড়। সেখানে ৯২টি পরিবারের জন্য স্বপ্নীল ফ্যামিলি ওনার্স নামের ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে তিনটি আলাদা ভবন নির্মাণের কাজ চলছে। আর এটা করতে গিয়ে পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। এর আগে বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্
২ ঘণ্টা আগেচট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের ওপর চোখ পড়েছে ‘মুসল্লী পরিষদ’ নামের একটি সংগঠনের। উন্নয়নের নামে মসজিদের জমি লিখে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা। আর এর পেছনে কলকাঠি নাড়ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।
৩ ঘণ্টা আগেরাজশাহী শিক্ষা বোর্ডে অস্থায়ী চাকরিতে সেলিম শেখ ঢুকেছিলেন ১৯৯৭ সালে। এখনো তাঁর চাকরি স্থায়ী হয়নি। চোখের সামনে তিনি দেখেছেন, কয়েকজনের চাকরি স্থায়ী হয়ে গেছে আদালতের আদেশে। কিন্তু তিনিসহ ৬৭ জনের চাকরি স্থায়ী হয়নি। তাঁদের মধ্যে ৩৬ জনের চাকরি স্থায়ী করার জন্য আদালতের আদেশ থাকলেও তা আমলে নেয়নি বোর্ড। চাকর
৪ ঘণ্টা আগে