Ajker Patrika

এবার ইবনে সিনার সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সিলেট প্রতিনিধি
সিলেটে ইবনে সিনার সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ছবি: সংগৃহীত
সিলেটে ইবনে সিনার সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ছবি: সংগৃহীত

সিলেটে বেসরকারি একটি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালের সাইনবোর্ডে এটি প্রদর্শন হয়। মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অবাক নেটিজেনরা।

জানা যায়, নগরীর সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালের বিপরীতে নবনির্মিত একটি ভবনের সঙ্গে রাস্তার ওপর দিয়ে বাইপাস লেন করে সংযোগ দেওয়া হয়েছে। সেই বাইপাস লেনে স্থাপন করা ডিজিটাল সাইনবোর্ডটিতে হঠাৎ করে মধ্যরাতে ভেসে উঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। প্রত্যক্ষদর্শী কয়েকজন এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। মুহূর্তে এটি ভাইরাল হয়।

এ ব্যাপারে হাসপাতালের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক বলেন, ‘এটি আমাদের নতুন তৈরি করা হয়েছে। যারা তৈরি করেছে, তারা এখনো এটি আমাদের কাছে হস্তান্তর করেনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখতেছি। তারা জানিয়েছে, এটি কেউ হ্যাক করে এই লেখাটি প্রদর্শন করিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘দুর্নীতিবাজ’ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত, পরামর্শ দেওয়া ছাড়া কিছু করার ছিল না: জয়শঙ্কর

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব: নেত্র নিউজকে সেনাসদর

সেনানিবাসে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে দ্বিমত করে সারজিসের পোস্ট

গাজীপুরে স্ত্রী-সন্তানের নিথর দেহ মেঝেতে, যুবকের লাশ ঝুলছিল ঘরের আড়ায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত