সিলেটে হরতাল সফল করতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। আজ সোমবার সন্ধ্যায় নগরের জিন্দাবাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্যসচিব শাকিল মুর্শেদের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্যরা।
এ সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকার দলদাস নির্বাচন কমিশনকে ব্যবহার করে ফের ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। এর পরিণতি ভালো হবে না। একতরফা প্রহসনের নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র জাতি সফল হতে দিবে না। হামলা-মামলা, গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের দমিয়ে রাখা যাবে না।