Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

বিদ্যালয়ের পুরোনো মালামাল গোপনে বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপে ডাকা হয় নিলাম

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিদ্যালয়ের পুরোনো মালামাল গোপনে বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপে ডাকা হয় নিলাম

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বিদ্যালয়ের পুরোনো জিনিসপত্র গোপনে বিক্রি করা হয়। রাতে মালামাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়লে প্রশাসনের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে নিলাম ডেকে সেসব আবার বিক্রি করা হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সদরের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পুরোনো ১৪টি চেয়ার, ১৪টি সেলাই মেশিন ও কম্পিউটার ব্যবহারের বেশ কয়েকটি টেবিল ভর্তি করে একটি পিকআপ ভ্যান বিদ্যালয় থেকে যাওয়ার সময় আটক করে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে রাতেই নিলামের মাধ্যমে সেসব আবার বিক্রি করেন।

স্থানীয় জগন্নাথপুর এলাকার বাসিন্দা শাহার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাতের আঁধারে চুপিসারে মাত্র ৯ হাজার টাকায় পিকআপভর্তি বিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হয়েছিল। গাড়িটি আটকের পর প্রশাসনের লোকজন এসে রাতেই উপস্থিত কয়েকজনের সামনে নিলাম করেন। পরে ১৮ হাজার টাকায় সেসব মালামাল বিক্রি করা হয়। তবে আগে ঘোষণা দিয়ে দিনের বেলায় নিলাম ডাকা হলে আরও বেশি দাম পাওয়া যেত।’

এ ব্যাপারে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক বলেন, ‘এসব মালামাল তো নিলামে বিজ্ঞপ্তি হয় না। এসব একেবারে পরিত্যক্ত মালামাল। এগুলো ফেলে দেওয়ার মতো।’

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সেসব মালামাল বিক্রির ব্যাপারে আগে কিছু জানা ছিল না। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে উপস্থিত সবার সঙ্গে কথা বলে নিলামের মাধ্যমে জিনিসপত্রগুলো ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়। বিষয়টি সমাধান হয়ে গেছে।’

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২