শাবিপ্রবি প্রতিনিধি
শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পর জমা দিতে দেরি করলে এখন থেকে ‘বিলম্ব ফি’ দিতে হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষকদের। একদিন বিলম্বে ফি গুনতে হবে ২০ টাকা।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭২তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে এই সিদ্ধান্ত যথাসময়ে সেমিস্টারের ফলাফল প্রকাশ করার জন্য করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন।