নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে একটি গয়নার দোকান থেকে প্রায় আড়াই শ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে কোনো একসময় নগরের জিন্দাবাজার এলাকায় আল হামরা শপিং সিটিতে এ ঘটনা ঘটে।
আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামের একটি দোকানের শাটারের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক দেওয়ান মো. জাবেদ চৌধুরী বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা ছিল দোকানে। যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে।’
মো. জাবেদ চৌধুরী আরও বলেন, ‘দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ফলে চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।’
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা চুরি হয়েছে বলে দোকানের মালিক অভিযোগ করেছেন। রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।’