হোম > সারা দেশ > সিলেট

তালা ভেঙে বিপুল স্বর্ণালঙ্কার চুরি, নতুন তালা লাগিয়ে গেল চোর

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

আল হামরা শপিং সিটি। ছবি: আজকের পত্রিকা

সিলেটে একটি গয়নার দোকান থেকে প্রায় আড়াই শ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে কোনো একসময় নগরের জিন্দাবাজার এলাকায় আল হামরা শপিং সিটিতে এ ঘটনা ঘটে।

আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামের একটি দোকানের শাটারের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক দেওয়ান মো. জাবেদ চৌধুরী বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা ছিল দোকানে। যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে।’

মো. জাবেদ চৌধুরী আরও বলেন, ‘দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ফলে চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।’

আল হামরা সিটির নুরানি জুয়েলারি থেকে চুরির ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা চুরি হয়েছে বলে দোকানের মালিক অভিযোগ করেছেন। রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।’

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

ফেসবুক লাইভে পরিযায়ী পাখির মাংস বিক্রি, বন আদালতে মামলা

সেকশন