নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) ভারপ্রাপ্ত সভাপতি হলেন ময়নুল হক চৌধুরী। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। সভাপতি শাহজালাল বাচ্চু বিদেশে চলে যাওয়ায় প্রথম সহসভাপতি হিসেবে তাঁকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
আজ শনিবার সিলেটে বিসিডিএস ভবনে আয়োজিত দ্বিতীয় মাসিক সভায় এ দায়িত্ব দেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, সহসভাপতি আবদুল কাদের, সহসভাপতি ইকবাল লস্কর, সহসভাপতি তোফাজ্জল হোসেন, সহসভাপতি শেখ আনসারুল হকসহ ৩০ জন পরিচালক উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি একজন সহসভাপতি এবং তিনজন পরিচালক উপস্থিত থেকে সকল সিদ্ধান্তের সঙ্গে ঐকমত্য পোষণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট প্রশিক্ষণ শুরু, নতুন ড্রাগ লাইসেন্স অনুমোদন এবং ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ সংশোধনী নিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে বিসিডিএস নেতৃবৃন্দের যৌথসভার সিদ্ধান্ত হয়েছে।