Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

দেশত্যাগের সময় ওসমানী বিমানবন্দর থেকে আ.লীগের ২ নেতা আটক

সিলেট প্রতিনিধি

দেশত্যাগের সময় ওসমানী বিমানবন্দর থেকে আ.লীগের ২ নেতা আটক

দেশত্যাগের সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতা আটক হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম,  প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিলকে বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় আটক করা হয়। তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২৩৫) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল অ্যাডভোকেট সৈয়দ শামীম ও আবদুর রহমান জামিলের। তাঁরা ওসমানী বিমানবন্দরে পৌঁছেও যান। কিন্তু ইমিগ্রেশনের সময় তাঁদের আটকে দেওয়া হয়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। তাঁদের রেখে বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ৭টা ৩২ মিনিটে জেদ্দার উদ্দেশে রওনা হয়।

অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বলেন, তাঁদের আটক করে কোতোয়ালি থানায় আনা হয়েছে। তাঁরা সেখানে আছেন এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

‘গায়েবি’ মামলার আসামি প্রবাসী, সরকারি কর্মকর্তা

গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক হলেন আওয়ামী লীগ নেতা

সিলেটে ঠিকাদারকে মারধর, আ.লীগ নেতাসহ পাঁচজনের নামে মামলা

হবিগঞ্জে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

এবার ইবনে সিনার সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

বিছনাকান্দি সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত

হামলা মামলায় হবিগঞ্জে উপসহকারী ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

বিশ্বনাথে চোর সন্দেহে যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা

সুনামগঞ্জে পুলিশকেই তুলে নিয়ে যাচ্ছিল ডাকাতেরা, দুর্ঘটনার পর গ্রেপ্তার ২

মৌলভীবাজারে সাংবাদিকের ওপর হামলা