হোম > সারা দেশ > সিলেট

নারী কনস্টেবলকে ধাক্কা মেরে থানা থেকে পালালেন আসামি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

নয়ন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি-ছিনতাইয়ে জড়িত সন্দেহে গ্রেপ্তার নয়ন (২৮) নামের এক যুবক থানা থেকে পালিয়ে গিয়েও তাঁর শেষ রক্ষা হয়নি। পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে রেলস্টেশন থেকে তাঁকে ফের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটলেও আজ শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

গ্রেপ্তার নয়ন শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগে একটি বাসায় ভাড়া থাকেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়নের বিরুদ্ধে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় পাঁচটি মামলা রয়েছে। থানা থেকে পালানোর অপরাধে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলার পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর শহরে চুরি-ছিনতাইয়ে জড়িত সন্দেহে গতকাল দুপুরের দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়নসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানার এসআই কক্ষে আটকে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়ন শৌচাগারে যাওয়ার কথা জানালে ওই কক্ষের বাইরে দায়িত্বে থাকা নারী কনস্টেবল দরজা খুলে দিলে নয়ন তাঁকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে যান। এরপর তাঁকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করলে রাত সাড়ে ১০টার দিকে রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে আহত ২০

লিচু ও লাউয়ের নতুন পোকার জাত শনাক্ত করলেন সিকৃবির বিজ্ঞানীরা

সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–ভাঙচুরে আরেক মামলা

৭ দিনের মধ্যে ড্যাম রিপেয়ার না হলে আপনাকেই রিপেয়ার করে দিমু: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও ৫ বছর দেখতে চায়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মৌলভীবাজারে ভুল টার্গেটে খুন হন আইনজীবী সুজন, গ্রেপ্তার ৫

সিলেট সফরে গিয়ে লালগালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ প্রকাশ

বিছনাকান্দির বালু-পাথর লুট, ফেসবুকে পোস্ট দেওয়ায় মেডিকেলের শিক্ষার্থীকে হত্যার হুমকি

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে দিনমজুরকে খুন, ৪ জনের ফাঁসি

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার