Ajker Patrika

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি
রাস্তার পাশে উল্টে যাওয়া বাস। ছবি: সংগৃহীত
রাস্তার পাশে উল্টে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা হোমনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাহুবলের মুগকান্দি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জগদীশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত