হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক দিনমজুরকে খুনের মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন উপজেলার বারচান্দুরা গ্রামের এমরান মিয়া, সোলেমান, জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের আবুল। তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামি মারাজ মিয়া মারা যাওয়ায় অব্যাহতি পেয়েছেন।
নিহত দিনমজুরের নাম ছাবু মিয়া। তিনি বারচান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে।
আদালতের পেশকার তপন সিংহ জানান, ছাবুর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ২০০৯ সালের ১৩ এপ্রিল তাঁকে হত্যা করে গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন আসামিরা। এ ঘটনায় ছাবুর ভাই হাফিজ মিয়া মামলা করেন। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
রায় ঘোষণার সময় মামলার বাদী হাফিজসহ নিহত ব্যক্তির স্বজনেরা উপস্থিত ছিলেন। হাফিজ জানান, তাঁরা ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছেন। আদালতের রায়ে তিনি সন্তুষ্ট।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারুক মহালদার জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
হবিগঞ্জের মাধবপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক দিনমজুরকে খুনের মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন উপজেলার বারচান্দুরা গ্রামের এমরান মিয়া, সোলেমান, জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের আবুল। তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামি মারাজ মিয়া মারা যাওয়ায় অব্যাহতি পেয়েছেন।
নিহত দিনমজুরের নাম ছাবু মিয়া। তিনি বারচান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে।
আদালতের পেশকার তপন সিংহ জানান, ছাবুর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ২০০৯ সালের ১৩ এপ্রিল তাঁকে হত্যা করে গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন আসামিরা। এ ঘটনায় ছাবুর ভাই হাফিজ মিয়া মামলা করেন। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
রায় ঘোষণার সময় মামলার বাদী হাফিজসহ নিহত ব্যক্তির স্বজনেরা উপস্থিত ছিলেন। হাফিজ জানান, তাঁরা ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছেন। আদালতের রায়ে তিনি সন্তুষ্ট।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারুক মহালদার জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়া অঞ্চল ইপিজেডে এলিগ্যান্ট স্পিনিং অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার ৪৪ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পাকশীতে ঈশ্বরদী ইপিজেডে কারখানার সামনে চাকরিচ্যুত শ্রমিকেরা এ কর্মসূচি পালন করে
৬ মিনিট আগেলালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
৭ মিনিট আগেচট্টগ্রামে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক ফেরদৌস আরা এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্
১৬ মিনিট আগেরাজধানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (২০) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছেন র্যাব-১৩–এর সদস্যরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের এরশাদ হোসেনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে