Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

হাওরে নৌকাডুবিতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

হাওরে নৌকাডুবিতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

হাকালুকি হাওরের মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা অংশে নৌকাডুবিতে নিখোঁজ তানিম সিদ্দিকী (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হোন তিনি। ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

জানা যায়, নিহত তানিম বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের তাজুল সিদ্দিকীর ছেলে এবং ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে তানিমসহ ৮ জন বরমচালের ইটাখোলা থেকে নৌকাযোগে পার্শ্ববর্তী ভাটেরা ইউনিয়নের শাহমীর গ্রামে আত্মীয়ের বাড়িতে যান। বিকেলে ফেরার পথে হাকালুকি হাওরে তাঁদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা ৭ জন সাঁতরে তীরে ওঠেন। কিন্তু তানিম হাওরের পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তানিমের স্বজনেরা ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় তাঁর মরদেহ খুঁজে পান।

এ বিষয়ে তানিমের সঙ্গে থাকা সাহেদ সিদ্দিকী জানান, দাওয়াত খেয়ে শাহমীর থেকে হাকালুকি হয়ে ফেরার পথে আচমকাই নৌকাটি ডুবে যায়। পরে ৭ জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তানিমকে কোথাও খুঁজে পাইনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তানিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু