Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্টার ফোরসেলিন কোম্পানির শ্রমিকেরা। আজ শনিবার দুপুরে তাঁরা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বকেয়া বেতন পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবিতে কয়েক শ শ্রমিক আজ বেলা দেড়টার দিকে মহাসড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিদের অবরোধ চলাকালে মহাসড়কে কোনো যান চলাচল করতে দেওয়া হয়নি। তখন রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে প্রচণ্ড গরমের মধ্যে আটকা পড়া গাড়ির যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। 

খবর পেয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার পরির্দশক (ওসি) আতিকুর রহমাসহ বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও কোম্পানির কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ আলোচনা করেন। 

এ সময় শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন, ওভারটাইমসহ বিভিন্ন দাবি জানান। শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাসে বিকেল পৌনে ৫টার দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা। এরপর আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়।

জয়নাল মিয়া ও জীবন মিয়া নামে দুজন শ্রমিক জানান, বেতন, ওভারটাইম বকেয়া থাকায় শত শত শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। অনেক শ্রমিক বাসাভাড়া দিতে পারছে না। অতি কষ্টে চলছে তাঁদের জীবন। তাই দাবি আদায়ে বাধ্য হয়ে শ্রমিকদের রাস্তায় নামতে হয়েছে। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু