Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

শায়েস্তাগঞ্জে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

শায়েস্তাগঞ্জে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযান শুরুর আগে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য মাইকিং করে। পূর্বঘোষণা অনুযায়ী অভিযান হওয়ায় কিছু দোকানপাট আগে থেকেই সরিয়ে নেওয়া হয়। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাঈনুল ইসলাম বলেন, এই অভিযানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার দুইটি দল ও র‍্যাব কাজ করেছে। আজকের মত অভিযান শেষ করা হয়েছে। তবে প্রয়োজন হলে অভিযান আরও বাড়ানো হতে পারে। 

শায়েস্তাগঞ্জ উপজেলার ইউএনও মো. মিনহাজুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে আমরা অলিপুরে সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান করেছি। অলিপুর এখন শিল্পাঞ্চল হয়ে উঠেছে। কিন্তু মহাসড়কের পাশে দোকানপাট গড়ে ওঠায় হাজার হাজার শ্রমিক ঠিকমতো আসা যাওয়া করতে পারেন না। এ ছাড়া প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই অভিযান চালানো হয়েছে।’ 

ইউএনও আরও বলেন, সরকারি জায়গায় কোনোরকম অবৈধ স্থাপনা গড়ে উঠলে আমাদের এ অভিযান চলমান থাকবে। এ উচ্ছেদ অভিযানের পরও যদি অবৈধভাবে দোকানপাট কেউ গড়ে তোলেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু