Ajker Patrika
হোম > অর্থনীতি

ভোজ্যতেলের অগ্রিম কর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

ভোজ্যতেলের অগ্রিম কর প্রত্যাহার

আসন্ন রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল তেলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন তথ্যটি নিশ্চিত করে জানান, রমজানে ভোজ্যতেলের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সালের ৪৭ নং আইন) এর ১২৬ উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৩০ জুন, ২০১৯ সালে জারিকৃত এস.আর.ও. নং- ২৩৯-আইন/২০১৯/৭৫ মূসকের নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। সেখানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল আমদানিতে আরোপিত কর ও ভ্যাট যৌক্তিকহারে নির্ধারণের জন্য রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছিল।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পামওয়েলের বাজার অস্থিতিশীল থাকায় দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা দীঘদিন ধরে  অভিযোগ করছেন।

আরএডিপিতে বরাদ্দ কমল ১০৪৮ কোটি

সাত মাসে কৃষিঋণ বিতরণ ১৯ হাজার কোটি টাকা

শাড়ি বুননে ব্যস্ত তাঁতপল্লি

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

পাকিস্তান থেকে এল আরও ২৬ হাজার টন চাল

বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৩০০০ ডলারে পৌঁছাল

এফডিআরের বিপরীতে দেওয়া ঋণও ফেরতপাচ্ছে না জনতা ব্যাংক

পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের একত্রে কাজ করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

তৈরি পোশাকে অভ্যন্তরীণ উৎপাদনে নজর যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের জন্য কতটা শঙ্কার

নির্বিঘ্নে কর দিতে চান ব্যবসায়ীরা