হোম > অর্থনীতি

মাস্টারিং কমপ্লায়েন্স: ইনসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

সেমিনারে অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং সিসিপিআইটি টেক্স চায়নার যৌথ আয়োজনে চলছে ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ (উইন্টার এডিশন) এবং ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনী ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে।

প্রদর্শনী চলাকালীন জিসিএল ইন্টারন্যাশনাল লিমিটেডের সহ-আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মাস্টারিং কমপ্লায়েন্স: ইনসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার।

সেমিনার পরিচালনা করেন সেমস-গ্লোবালের চিফ কনসালট্যান্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মো. মামুন হাবীব পিএইচডি।

সেমিনারে আরও বক্তব্য দেন মো. রোকনুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, রোটেক্স বাংলাদেশ লিমিটেড; মো. নুর-ই-আলম অনিক, ডেপুটি রিজিওনাল ম্যানেজার (দক্ষিণ এশিয়া), জিসিএল ইন্টারন্যাশনাল এবং ফারজানা মিতা, সহযোগী অধ্যাপক, অ্যাডিশনাল হেড, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এএমএমটি), শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। সেমিনারে বিভিন্ন সেক্টরের দেড় শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন।

বক্তারা আপস্ট্রিম কার্যক্রম, ডাউনস্ট্রিম কার্যক্রম এবং এর মূল বিষয়গুলো নিয়ে কথা বলেন। রিসাইক্লিং সাপ্লাই চেইন, রিভার্স লজিস্টিকস, গ্লোবাল সাপ্লাই চেইন চ্যালেঞ্জ প্রভৃতি নিয়েও কথা বলেন। বক্তারা টেক্সটাইল সোর্সিংয়ের জন্য টেকসই সোর্সিং কৌশলের মূল বিষয়গুলো এবং পরিবেশবান্ধব সাপ্লাই চেইনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে খরচ এবং সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা, বিশ্বায়ন এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারে জোর দেন।  

সেমিনারে অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

উল্লেখ্য, বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের অংশগ্রহণে ১৫-১৮ জানুয়ারি ২০২৫ চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায় এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী চলবে। প্রদর্শনীদ্বয়ে ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫ টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করেছে।

নারীর প্রতি সহিংসতার অর্ধেকই অর্থনৈতিক

বিশ্ববাজারে বেড়েছে ডিজেলের দাম, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের নতুন ৩ পণ্য লঞ্চ

২২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মিয়ানমারের জাহাজ

পরবর্তী দুই অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৬.২ শতাংশ হারে

সংকটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৪.১ শতাংশে: বিশ্বব্যাংক

কৃষিঋণ বিতরণ কমেছে ১৪ শতাংশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাড়বে সুদহার

সম্পূরক শুল্কে অবৈধ আইএসপির গ্রাহক বাড়বে

সেকশন