ঈদকে কেন্দ্র করে দেশের বাজারে জাল নোটের কারবারিদের তৎপরতা বেড়ে যায়। কেনাকাটার ভিড়ে অসতর্কতা কিংবা ব্যস্ততার সুযোগ নিয়ে প্রতারকচক্র আসল নোটের সঙ্গে জাল টাকাও চালিয়ে দেয়। বিশেষ করে কোরবানির ঈদের সময় গরুর হাটগুলোতে এবং রমজানের শেষদিকে বিপণিবিতানগুলোতে এই প্রবণতা বাড়ে।
বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, জাল নোট তৈরি ও ছড়ানোর একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকে। তারা সাধারণত কাঁচা বাজার, বাসস্ট্যান্ড, গরুর হাট, শপিং মল ও ফুটপাতের দোকানগুলোকে টার্গেট করে। ঈদের সময় নতুন নোটের চাহিদা থাকায় প্রতারকরা হুবহু নতুন নোটের মতো দেখতে জাল টাকা তৈরি করে বাজারে ছাড়ে।
টাকা আসল না জাল চিনবেন যেভাবে
বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা বৈশিষ্ট্যসহ ৫০০ ও ১০০০ টাকার নোট বাজারে ছেড়েছে। কিন্তু জাল নোট প্রতারণা থেকে রক্ষা পেতে সাধারণ মানুষের এসব বৈশিষ্ট্য জানা থাকা জরুরি। আসুন জেনে নিই কীভাবে সহজেই আসল নোট চেনা যায়।
১. ওয়াটার মার্ক বা জলছাপ যাচাই করুন
নোটের বাম পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলছাপ রয়েছে। আলোর বিপরীতে ধরলে জলছাপটি স্পষ্টভাবে দৃশ্যমান হবে।
২. ওভিআই বা রং পরিবর্তনশীল কালি চেক করুন
১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে ‘১০০’, ‘৫০০’ ও ‘১০০০’ লেখা সংখ্যা অপটিক্যালি ভ্যারিয়েবল ইংক বা ওভিআই কালি দিয়ে মুদ্রিত। নোটটি কাত করলে সংখ্যার রং সবুজ থেকে সোনালি বা লালচে রঙে পরিবর্তিত হবে।
৩. সূক্ষ্ম লেখা ও খাঁজকাটা স্পর্শ করুন
নিরাপত্তার জন্য ‘বাংলাদেশ ব্যাংক’, ‘১০০ TAKA’, ‘৫০০ TAKA’ বা ‘১০০০ TAKA’ লেখা মাইক্রোপ্রিন্ট করা রয়েছে। আঙুল দিয়ে স্পর্শ করলে খাঁজকাটা অনুভূত হবে, যা জাল নোটে থাকে না।
৪. উল্লম্ব সিকিউরিটি থ্রেড বা নিরাপত্তা সূতা পরীক্ষা করুন
আসল নোটে সিকিউরিটি থ্রেড থাকে, যা আংশিক খালি চোখে দেখা যায় এবং আংশিক কাগজের মধ্যে লুকানো থাকে। নোটটি নাড়ালে থ্রেডের রঙ বদলায়।
৫. পেছনের নকশা ও হাতে লেখা সংখ্যা লক্ষ্য করুন
১০০ টাকার নোটের পেছনে ‘কর্ণফুলী সেতু’, ৫০০ টাকার নোটে ‘বাংলার কৃষি’, এবং ১০০০ টাকার নোটে ‘বাংলাদেশ ব্যাংক ভবন’ রয়েছে। নোটের ওপর হস্তলিখিত কোনো সংখ্যা বা অস্বাভাবিক ছাপ থাকলে তা জাল হতে পারে।
৬. ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন ও অদৃশ্য লেখা খেয়াল করুন
আসল নোটের ডিজাইনে সূক্ষ্ম প্যাটার্ন থাকে, যা আলোর বিপরীতে ধরলে স্পষ্ট হয়। ‘বাংলাদেশ ব্যাংক’ লেখা থাকে, যা নির্দিষ্ট কোণ থেকে দেখলে স্পষ্ট হয়।
৭. নোটের রঙ, কাগজের মান ও উজ্জ্বলতা পরীক্ষা করুন
আসল নোটের কাগজ উন্নত মানের ফাইবার ও তুলা মিশ্রিত হওয়ায় শক্ত এবং স্থায়ী হয়। জাল নোট তুলনামূলক ঝাপসা ও নিম্নমানের কাগজে মুদ্রিত হয়।
১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের সংযোজিত নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো জানলে সহজেই জাল নোট শনাক্ত করা সম্ভব। অপরিচিত ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের নোট গ্রহণে সতর্ক থাকুন। বিশেষ করে ব্যস্ত বাজারে লেনদেনের সময় খুঁটিয়ে পরীক্ষা করুন। সন্দেহজনক হলে ব্যাংক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন। ব্যাংকনোটের ব্যবহার সম্পর্কে সচেতন হোন, জাল নোটের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করুন।
আরও খবর পড়ুন:
ঈদকে কেন্দ্র করে দেশের বাজারে জাল নোটের কারবারিদের তৎপরতা বেড়ে যায়। কেনাকাটার ভিড়ে অসতর্কতা কিংবা ব্যস্ততার সুযোগ নিয়ে প্রতারকচক্র আসল নোটের সঙ্গে জাল টাকাও চালিয়ে দেয়। বিশেষ করে কোরবানির ঈদের সময় গরুর হাটগুলোতে এবং রমজানের শেষদিকে বিপণিবিতানগুলোতে এই প্রবণতা বাড়ে।
বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, জাল নোট তৈরি ও ছড়ানোর একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকে। তারা সাধারণত কাঁচা বাজার, বাসস্ট্যান্ড, গরুর হাট, শপিং মল ও ফুটপাতের দোকানগুলোকে টার্গেট করে। ঈদের সময় নতুন নোটের চাহিদা থাকায় প্রতারকরা হুবহু নতুন নোটের মতো দেখতে জাল টাকা তৈরি করে বাজারে ছাড়ে।
টাকা আসল না জাল চিনবেন যেভাবে
বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা বৈশিষ্ট্যসহ ৫০০ ও ১০০০ টাকার নোট বাজারে ছেড়েছে। কিন্তু জাল নোট প্রতারণা থেকে রক্ষা পেতে সাধারণ মানুষের এসব বৈশিষ্ট্য জানা থাকা জরুরি। আসুন জেনে নিই কীভাবে সহজেই আসল নোট চেনা যায়।
১. ওয়াটার মার্ক বা জলছাপ যাচাই করুন
নোটের বাম পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলছাপ রয়েছে। আলোর বিপরীতে ধরলে জলছাপটি স্পষ্টভাবে দৃশ্যমান হবে।
২. ওভিআই বা রং পরিবর্তনশীল কালি চেক করুন
১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে ‘১০০’, ‘৫০০’ ও ‘১০০০’ লেখা সংখ্যা অপটিক্যালি ভ্যারিয়েবল ইংক বা ওভিআই কালি দিয়ে মুদ্রিত। নোটটি কাত করলে সংখ্যার রং সবুজ থেকে সোনালি বা লালচে রঙে পরিবর্তিত হবে।
৩. সূক্ষ্ম লেখা ও খাঁজকাটা স্পর্শ করুন
নিরাপত্তার জন্য ‘বাংলাদেশ ব্যাংক’, ‘১০০ TAKA’, ‘৫০০ TAKA’ বা ‘১০০০ TAKA’ লেখা মাইক্রোপ্রিন্ট করা রয়েছে। আঙুল দিয়ে স্পর্শ করলে খাঁজকাটা অনুভূত হবে, যা জাল নোটে থাকে না।
৪. উল্লম্ব সিকিউরিটি থ্রেড বা নিরাপত্তা সূতা পরীক্ষা করুন
আসল নোটে সিকিউরিটি থ্রেড থাকে, যা আংশিক খালি চোখে দেখা যায় এবং আংশিক কাগজের মধ্যে লুকানো থাকে। নোটটি নাড়ালে থ্রেডের রঙ বদলায়।
৫. পেছনের নকশা ও হাতে লেখা সংখ্যা লক্ষ্য করুন
১০০ টাকার নোটের পেছনে ‘কর্ণফুলী সেতু’, ৫০০ টাকার নোটে ‘বাংলার কৃষি’, এবং ১০০০ টাকার নোটে ‘বাংলাদেশ ব্যাংক ভবন’ রয়েছে। নোটের ওপর হস্তলিখিত কোনো সংখ্যা বা অস্বাভাবিক ছাপ থাকলে তা জাল হতে পারে।
৬. ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন ও অদৃশ্য লেখা খেয়াল করুন
আসল নোটের ডিজাইনে সূক্ষ্ম প্যাটার্ন থাকে, যা আলোর বিপরীতে ধরলে স্পষ্ট হয়। ‘বাংলাদেশ ব্যাংক’ লেখা থাকে, যা নির্দিষ্ট কোণ থেকে দেখলে স্পষ্ট হয়।
৭. নোটের রঙ, কাগজের মান ও উজ্জ্বলতা পরীক্ষা করুন
আসল নোটের কাগজ উন্নত মানের ফাইবার ও তুলা মিশ্রিত হওয়ায় শক্ত এবং স্থায়ী হয়। জাল নোট তুলনামূলক ঝাপসা ও নিম্নমানের কাগজে মুদ্রিত হয়।
১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের সংযোজিত নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো জানলে সহজেই জাল নোট শনাক্ত করা সম্ভব। অপরিচিত ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের নোট গ্রহণে সতর্ক থাকুন। বিশেষ করে ব্যস্ত বাজারে লেনদেনের সময় খুঁটিয়ে পরীক্ষা করুন। সন্দেহজনক হলে ব্যাংক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন। ব্যাংকনোটের ব্যবহার সম্পর্কে সচেতন হোন, জাল নোটের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করুন।
আরও খবর পড়ুন:
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
১৪ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
২১ ঘণ্টা আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
১ দিন আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে