Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

বইমেলায় সংগৃহীত ১ লাখ ২০ হাজার বই পাঠকের কাছে পৌঁছে দিল বিকাশ

বিজ্ঞপ্তি  

বইমেলায় সংগৃহীত ১ লাখ ২০ হাজার বই পাঠকের কাছে পৌঁছে দিল বিকাশ
ছবি: সংগৃহীত

সারা দেশের সব শ্রেণির পাঠকদের বই পড়ার সুযোগ আরও বিস্তৃত করতে চলতি বছর ২৮টি জেলায় ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমন্বিত উদ্যোগে গড়ে ওঠা ৩৯৩টি লাইব্রেরির পাঠকদের কাছে ১ লাখ ২০ হাজার বই পৌঁছে দিয়েছে বিকাশ। এর সহযোগিতায় ছিল প্রথম আলো ট্রাস্ট।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা প্রাঙ্গণে আসা লেখক-পাঠক-দর্শনার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করে বিকাশ। পাশাপাশি, বিকাশের অর্থায়নে আরও বই কিনে যুক্ত করা হয় এই উদ্যোগে। ‘মেধার বিকাশ ঠেকায় কে’-স্লোগানে পরিচালিত হয় বই সংগ্রহ কার্যক্রম।

সারা দেশের সব বয়সী পাঠকদের কাছে গল্প, কবিতা, উপন্যাস, বিজ্ঞানবিষয়ক, ধর্মীয়, আত্ম উন্নয়নমূলক বইসহ বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ বই সহজলভ্য করতে বিকাশ এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে।

বিকাশ গত সাত বছর ধরে বইমেলার মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে। গত ৫ বছর ধরে বই সংগ্রহ উদ্যোগ চালু রয়েছে যার মাধ্যমে এ পর্যন্ত দেশের বিভিন্ন সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলসহ বিভিন্ন ধরনের লাইব্রেরিতে মোট ২ লাখ ৬৭ হাজার বই বিতরণ করেছে বিকাশ। বিকাশের উদ্যোগে বই সংগ্রহ ও বিতরণের এই আয়োজনে গত বছর থেকে যুক্ত হয়েছে প্রথম আলো ট্রাস্ট।

চুয়াডাঙ্গার স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে বই দেওয়ার মাধ্যমে শুরু হয় চলতি বছরের বিতরণ কার্যক্রম। পরবর্তীতে কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, জামালপুর, যশোর, ফরিদপুর, নওগাঁ, সিলেট, বান্দরবান, পাবনা, ঝালকাঠি, চাঁদপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালি, কুমিল্লা, রাজবাড়ি, ময়মনসিংহ, ঝিনাইদহ, রাজশাহী, নেত্রকোনা, বরিশাল ও রাঙামাটি জেলার বিভিন্ন লাইব্রেরিতে এসব বই পৌঁছে দেওয়া হয়।

বেলিসিমো নিয়ে এল নতুন স্বাদের আইসক্রিম সল্টেড ক্যারামেল

ওয়ালটন নিয়ে এল নতুন ৩ মডেলের কোরাস ব্র্যান্ডের অত্যাধুনিক সাউন্ডবার

স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে বিশেষ ঈদ ক্যাম্পেইন শুরু

আইএফআইসি ব্যাংকে নারী দিবস-২০২৫ উদ্‌যাপন

১২০ বছর উদ্‌যাপনে ঢাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রুপ সিইও

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আন্তর্জাতিক নারী দিবসে প্রাভা হেলথ নেতৃত্বদানকারী নারীদের উদ্‌যাপন

ধানমন্ডিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর উন্মোচন করল আড়ং

অপো এ৫ প্রো–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী মিরাজ

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক