Ajker Patrika

অপো এ৫ প্রো–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী মিরাজ

অনলাইন ডেস্ক
অপো এ৫ প্রো–এর প্রোডাক্ট এক্সপেরিয়েন্স অ্যাম্বাসেডর হয়েছেন মেহেদী মিরাজ। ছবি: বিজ্ঞপ্তি
অপো এ৫ প্রো–এর প্রোডাক্ট এক্সপেরিয়েন্স অ্যাম্বাসেডর হয়েছেন মেহেদী মিরাজ। ছবি: বিজ্ঞপ্তি

অপো ব্র্যান্ডের নতুন ডিভাইস ‘অপো এ৫ প্রো’–এর প্রোডাক্ট এক্সপেরিয়েন্স অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেট তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

‘অপো এ৫ প্রো’ও গ্রাহকদের অলরাউন্ড স্থায়িত্ব ও অলরাউন্ড এআই ক্যাপাবিলিটি দেবে; অর্থ্যাৎ জীবনের বহুমুখী ক্ষেত্রে যারা অলরাউন্ড পারফরম্যান্স চান—এই ডিভাইসটি তাদের জন্য সর্বোত্তম সঙ্গী।

‘অপো এ৫ প্রো’ স্মার্টফোনটি ওয়াটারপ্রুফিং ফিচার, শক্ত গড়ন, আস্থাযোগ্য পারফরম্যান্স সবমিলিয়ে দৈনন্দিন সব পরিবেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এ ছাড়া মোবাইলটির এআই সক্ষমতার ক্যামেরা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের সবকিছুর সঙ্গে খাপখাইয়ে নেয়।

মেহেদী হাসান মিরাজ এই পার্টনারশিপ নিয়ে নিজের আগ্রহ ব্যক্ত করে বলেন, আমি প্রযুক্তি ব্র্যান্ড অপো এবং তাদের অসাধারণ ডিভাইস ‘এ ৫ প্রো’–এর প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত।

অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘অপো এ৫ প্রো’–এর প্রোডাক্ট এক্সপেরিয়েন্স অ্যাম্বাসেডর হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি ‘অপো এ৫ প্রো’ পারফরম্যান্স এবং স্টাইলের মিশেলে ‘গেমচেঞ্জার’ হিসেবে মার্কেটে জায়গা করে নেবে।

ডিভাইসটি নিয়ে বিস্তারিত তথ্যের জন্য অপোর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট অথবা অথোরাইজড অপো রিটেইল শপ ঘুরে আসুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত