Ajker Patrika
হোম > অর্থনীতি > করপোরেট

র‍্যাংগস ইলেকট্রনিকসের ঈদ উৎসব অফারের আয়োজন

বিজ্ঞপ্তি

র‍্যাংগস ইলেকট্রনিকসের ঈদ উৎসব অফারের আয়োজন

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড (আরইএল) ঈদ উৎসব অফারের আয়োজন করেছে। আজ সোমবার রাজধানীর বাংলামোটরের সোনারতরী টাওয়ারের নিচতলায় নিজস্ব শোরুমে ঈদ উৎসব অফারের উদ্বোধন করা হয়েছে। অফারটি ১৫ই মার্চ থেকে সনি-র‍্যাংগস অনলাইন স্টোর ও দেশের সব শোরুম থেকে পাওয়া যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস বিনাছ হোসেন প্রমুখ।

নতুন এই অফারের আওতায় গ্রাহকেরা সনি টিভিতে ১ লাখ টাকা পর্যন্ত ছাড়, এলজি টিভি এবং রেফ্রিজারেটরে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং র‍্যাংগস টিভিতে চার বছরের এক্সটেনডেড প্যানেল ওয়ারেন্টি উপভোগ করবেন। এ ছাড়া গ্রাহকেরা যেকোনো ব্র্যান্ডের এসি কিনলে ৩০ দিনের ট্রায়াল অফার পেতে পারেন। বীর মুক্তিযোদ্ধা, মসজিদ, মন্দির, গির্জা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের জন্য কেনাকাটায় শতকরা ৫ ভাগ বিশেষ ছাড় থাকবে।

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের গ্রাহকদের জন্য যেকোনো পণ্যের জন্য এক্সক্লুসিভ অফারের পাশাপাশি রয়েছে শতকরা ৫ ভাগ বা সর্বোচ্চ ১ হাজার টাকা ছাড়ের সুবিধা। এ ছাড়া গ্রাহকেরা যেকোনো ব্র্যান্ডের পুরোনো অচল বা সচল এসি এক্সচেঞ্জ করলে নতুন এসিতে শতকরা ১০ ভাগ ছাড় পাবেন। পিডাব্লিউপি অফারেও গ্রাহক সনি সাউন্ডবারে শতকরা ১৫ ভাগ ছাড় পাবেন।

ব্লকচেইন-ভিত্তিক দেশীয় ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম গ্রিন এলসির প্রুফ অব কনসেপ্ট সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক

বার্জার ওয়ান কোট ইমালশন: প্রতিটি ঘরের জন্য ঝামেলাহীন পেইন্টিং সলিউশন

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করো কাউবেল

রমজানে লাইজলের বিশেষ উদ্যোগ: তৃতীয়বারের মতো শুরু হলো ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’

তিন যুগ পেরিয়ে ৩৭ বছরে শেল্‌টেক্

লিভার কেয়ার সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেলিসিমো নিয়ে এল নতুন স্বাদের আইসক্রিম সল্টেড ক্যারামেল

ওয়ালটন নিয়ে এল নতুন ৩ মডেলের কোরাস ব্র্যান্ডের অত্যাধুনিক সাউন্ডবার

স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে বিশেষ ঈদ ক্যাম্পেইন শুরু

আইএফআইসি ব্যাংকে নারী দিবস-২০২৫ উদ্‌যাপন