হোম > অর্থনীতি > করপোরেট

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়াল ওয়ালটন

বিজ্ঞপ্তি  

ছবি: সংগৃহীত

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়িয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন ওয়ালটনের সিনেডি, সিনেক্সা এবং এসিসি ব্র্যান্ডের ২২ ইঞ্চি পর্যন্ত সব মডেলের মনিটরে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ক্রেতারা।

জানা গেছে, ওয়ালটন ও এসিসি ব্র্যান্ডের ২১ দশমিক ৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের প্যানেল ও মাদারবোর্ডের যন্ত্রাংশে ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে। ১৬ই ডিসেম্বর ২০২৪ থেকে কেনা ২১ দশমিক ৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের সব মডেলে এই সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ বলেন, বিশ্বমানের কোয়ালিটি ও অত্যাধুনিক ফিচারের কারণে ওয়ালটন মনিটর ক্রেতাদের আস্থায় পরিণত হয়েছে। সর্বাধুনিক বিশ্বমানের মনিটরের পাশাপাশি তিন বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধার এই ঘোষণা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ক্রেতাদের মনে মনিটর পণ্য সম্পর্কে আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় করবে।

এ ছাড়া ওয়ালটনের রয়েছে বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচারযুক্ত ২৪ ইঞ্চি ও ২৭ ইঞ্চি মনিটর। ওয়ালটনের সব মনিটরে বর্তমানে বেশ কিছু অফার চলমান আছে। সব মডেলের মনিটরে অনলাইন অর্ডারে চলছে ১০ পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট। বিস্তারিত জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফ্রি হোম ডেলিভারি সুবিধায় ক্রেতারা এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এ ছাড়া এক্সচেঞ্জ অফারের আওতায় নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে সচল বা অচল মনিটর এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন মনিটর ক্রয় করার সুবিধা রয়েছে।

আইএফআইসি ব্যাংকে নারী দিবস-২০২৫ উদ্‌যাপন

১২০ বছর উদ্‌যাপনে ঢাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রুপ সিইও

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আন্তর্জাতিক নারী দিবসে প্রাভা হেলথ নেতৃত্বদানকারী নারীদের উদ্‌যাপন

ধানমন্ডিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর উন্মোচন করল আড়ং

অপো এ৫ প্রো–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী মিরাজ

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক

অফুরন্ত অফারে ঈদ মানেই প্রিমিয়ার ব্যাংক

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির জন্য ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন!