অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম
প্রতিযোগিতামূলক বিশ্বে নেতৃত্বের গুণাবলির বিকাশ প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম এমন এক অনন্য উদ্যোগ, যা বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাম্প্রতিক গ্র্যাজুয়েটদের বিনা মূল্যে নেতৃত্ব বিকাশের সুযোগ করে দিচ্ছে।
কেন অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম
এই অনলাইন প্রোগ্রামটিতে শিক্ষার্থীরা পড়াশোনা বা অন্য কাজের পাশাপাশি অংশ নিতে পারবেন। হার্ভার্ড বিজনেস স্কুলের সহায়তায় তৈরি বিভিন্ন পেশাগত উন্নয়নের উপকরণ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিচালিত লিডারশিপ কোর্স এবং বিশ্বমানের শিক্ষকদের মাস্টারক্লাস প্রোগ্রামটির অন্যতম আকর্ষণ।
প্রোগ্রামের কাঠামো ও মডিউল
মডিউল ১: ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন (৩ সপ্তাহ):
মডিউল ২: অ্যাস্পায়ার হরাইজনস কোর্স (৫ সপ্তাহ)
মাস্টারক্লাস ও ইমার্সিভ লার্নিং
প্রোগ্রামের অংশগ্রহণকারীরা বিশ্বখ্যাত শিক্ষকদের কাছ থেকে সরাসরি লিডারশিপ ও প্রফেশনাল স্কিল শেখার সুযোগ পাবেন।
অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামের সুবিধা
অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম শুধু একটি কোর্স নয়, এটি একটি চলমান নেটওয়ার্ক। যেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে বিভিন্ন লিডারশিপের সুযোগ, পরামর্শদাতা ও অর্থায়নের সুযোগ পেতে পারেন। বিশ্বব্যাপী নেতৃত্ব বিকাশে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি ব্যতিক্রমী সুযোগ। কোর্স শেষে অংশগ্রহণকারীরা অ্যাস্পায়ার ইনস্টিটিউটের অন্যান্য লিডারশিপ প্রোগ্রাম, মেন্টরশিপ ও উচ্চশিক্ষায় ফান্ডিংয়ের যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন।
যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া
এই প্রোগ্রামে আবেদন করতে শিক্ষার্থীদের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে এবং প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সদ্য স্নাতক পাস হতে হবে। পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এই প্রোগ্রামের জন্য যোগ্য নন। ২০২৫ সালের কোহর্ট ২-এর জন্য আবেদন গ্রহণ চলছে, আবেদনের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫।
আবেদন করা যাবে এই সাইটের মাধ্যমে।