আসন্ন ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময় কম থাকায় ক্ষুদ্র পরিসরে প্রস্তুতি নিতে হবে। শুরুতে লিখিত পরীক্ষার সিলেবাস ভালোভাবে অধ্যয়ন করতে হবে। সিলেবাস অনেক বিস্তৃত মনে হলেও বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন ভালোভাবে বিশ্লেষণ করলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন ৪৩তম বিসিএস শিক্ষা ক্যাডার মো. শাহদুদুজ্জামান।
মো. শাহদুদুজ্জামান
বাংলা
ব্যাকরণ, ভাবসম্প্রসারণ, সারাংশ ও সারমর্মের জন্য বাজারের প্রচলিত বইয়ের সঙ্গে নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও রচনাসম্ভার দেখতে পারেন। সাহিত্য ও গ্রন্থ সমালোচনা অংশের জন্য শীকর সিরিজের বই দেখতে পারেন। বাংলা রচনায় ৪০ নম্বর বরাদ্দ। তাই এ অংশে জোর দিতে হবে। প্রয়োজনে সমসাময়িক প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু রচনা নোট করে রাখতে পারেন।
ইংরেজি
ইংরেজি বিষয়ের লিখিত প্রস্তুতি মূলত বইকেন্দ্রিক নয়। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা অর্জন এ ক্ষেত্রে প্রস্তুতির মূল বিষয়। নিয়মিত ইংরেজি পত্রিকার এডিটরিয়াল পেজ পড়া, কিছু অংশ লেখা ও অনুবাদের চেষ্টা করা সহায়ক হয়ে থাকে। ইংরেজি Essayতে ৫০ নম্বর। তাই এ অংশে জোর দিতে হবে। কিছু হট টপিক সিলেক্ট করে নোট করতে পারেন। একটি সিরিজের বই ফলো করে Model comprehension চর্চা করুন।
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলিতে ভালো করতে হলে বিস্তারিত জানতে হবে। সংবিধান ভালোভাবে আয়ত্ত করতে হবে। দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং বাংলাদেশের মানচিত্র সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে।
আন্তর্জাতিক
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো করতে নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাসের সঙ্গে ফ্রি হ্যান্ড ম্যাপ আঁকার অনুশীলন করতে হবে, বিশেষত সমসাময়িক ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর। এ ছাড়া বাজারের প্রচলিত বিভিন্ন বই সহায়ক হিসেবে রাখা যেতে পারে। বৈশ্বিক রাজনীতির চলমান বিভিন্ন ইস্যু নিয়ে বিশ্লেষণধর্মী লেখা উপস্থাপনের প্রস্তুতি রাখা জরুরি। বিভিন্ন জার্নাল ও পত্রিকায় প্রকাশিত আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত পড়বেন, প্রয়োজনে নোট করুন।
বিজ্ঞান
লিখিত পরীক্ষায় ভালো নম্বর তোলার অন্যতম হাতিয়ার বিজ্ঞান ও গণিত। বিজ্ঞানের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে অল্প কথায় মূল বিষয় তুলে ধরবেন ও প্রাসঙ্গিক হলে ফ্রি হ্যান্ডে আঁকা চিত্র তুলে ধরবেন। নবম-দশম শ্রেণির বিজ্ঞানের বইগুলো থেকে টপিক ধরে পড়লে আরও ভালো ফল পাওয়া যাবে। কম্পিউটার অংশের জন্য HSC ICT বই দেখতে পারেন। প্রচলিত সিরিজের একটি গাইড সঙ্গে রাখবেন।
গণিত
বিগত সালের বিসিএস লিখিত পরীক্ষায় আসা প্রশ্নগুলো অনুশীলন করুন। বিশেষত জ্যামিতি অংশ প্রায় সময় রিপিট হয়। এর সঙ্গে নবম-দশম শ্রেণির সাধারণ গণিত ও উচ্চতর গণিতের সিলেক্টেড চ্যাপ্টার (রিটেন সিলেবাস অনুসারে) ভালোভাবে অনুশীলন করুন। জটিল গণিতগুলো নোটখাতায় তুলে রাখবেন।
মানসিক দক্ষতা
বিগত বছরের প্রিলি ও রিটেনের প্রশ্ন ব্যাখ্যাসহ পড়বেন। টাইম ম্যানেজমেন্টের জন্য অনলাইনে পরীক্ষা দিতে পারেন। মানসিক দক্ষতায় পূর্ববর্তী প্রশ্ন রিপিট হয়। তাই এদিকে গুরুত্ব দিতে হবে।
সর্বোপরি প্রস্তুতি আরও শাণিত করতে অফলাইন বা অনলাইনে পরীক্ষা দিতে পারেন। এর পাশাপাশি প্রতিদিন ঘড়ি ধরে লেখার অভ্যাস, লেখার গতি বাড়ানো ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা ফলপ্রসূ হবে। সবার জন্য শুভকামনা রইল।
অনুলিখন: কামরুজ্জামান কিরন।
বাংলা
ব্যাকরণ, ভাবসম্প্রসারণ, সারাংশ ও সারমর্মের জন্য বাজারের প্রচলিত বইয়ের সঙ্গে নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও রচনাসম্ভার দেখতে পারেন। সাহিত্য ও গ্রন্থ সমালোচনা অংশের জন্য শীকর সিরিজের বই দেখতে পারেন। বাংলা রচনায় ৪০ নম্বর বরাদ্দ। তাই এ অংশে জোর দিতে হবে। প্রয়োজনে সমসাময়িক প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু রচনা নোট করে রাখতে পারেন।
ইংরেজি
ইংরেজি বিষয়ের লিখিত প্রস্তুতি মূলত বইকেন্দ্রিক নয়। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা অর্জন এ ক্ষেত্রে প্রস্তুতির মূল বিষয়। নিয়মিত ইংরেজি পত্রিকার এডিটরিয়াল পেজ পড়া, কিছু অংশ লেখা ও অনুবাদের চেষ্টা করা সহায়ক হয়ে থাকে। ইংরেজি Essayতে ৫০ নম্বর। তাই এ অংশে জোর দিতে হবে। কিছু হট টপিক সিলেক্ট করে নোট করতে পারেন। একটি সিরিজের বই ফলো করে Model comprehension চর্চা করুন।
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলিতে ভালো করতে হলে বিস্তারিত জানতে হবে। সংবিধান ভালোভাবে আয়ত্ত করতে হবে। দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং বাংলাদেশের মানচিত্র সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে।
আন্তর্জাতিক
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো করতে নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাসের সঙ্গে ফ্রি হ্যান্ড ম্যাপ আঁকার অনুশীলন করতে হবে, বিশেষত সমসাময়িক ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর। এ ছাড়া বাজারের প্রচলিত বিভিন্ন বই সহায়ক হিসেবে রাখা যেতে পারে। বৈশ্বিক রাজনীতির চলমান বিভিন্ন ইস্যু নিয়ে বিশ্লেষণধর্মী লেখা উপস্থাপনের প্রস্তুতি রাখা জরুরি। বিভিন্ন জার্নাল ও পত্রিকায় প্রকাশিত আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত পড়বেন, প্রয়োজনে নোট করুন।
বিজ্ঞান
লিখিত পরীক্ষায় ভালো নম্বর তোলার অন্যতম হাতিয়ার বিজ্ঞান ও গণিত। বিজ্ঞানের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে অল্প কথায় মূল বিষয় তুলে ধরবেন ও প্রাসঙ্গিক হলে ফ্রি হ্যান্ডে আঁকা চিত্র তুলে ধরবেন। নবম-দশম শ্রেণির বিজ্ঞানের বইগুলো থেকে টপিক ধরে পড়লে আরও ভালো ফল পাওয়া যাবে। কম্পিউটার অংশের জন্য HSC ICT বই দেখতে পারেন। প্রচলিত সিরিজের একটি গাইড সঙ্গে রাখবেন।
গণিত
বিগত সালের বিসিএস লিখিত পরীক্ষায় আসা প্রশ্নগুলো অনুশীলন করুন। বিশেষত জ্যামিতি অংশ প্রায় সময় রিপিট হয়। এর সঙ্গে নবম-দশম শ্রেণির সাধারণ গণিত ও উচ্চতর গণিতের সিলেক্টেড চ্যাপ্টার (রিটেন সিলেবাস অনুসারে) ভালোভাবে অনুশীলন করুন। জটিল গণিতগুলো নোটখাতায় তুলে রাখবেন।
মানসিক দক্ষতা
বিগত বছরের প্রিলি ও রিটেনের প্রশ্ন ব্যাখ্যাসহ পড়বেন। টাইম ম্যানেজমেন্টের জন্য অনলাইনে পরীক্ষা দিতে পারেন। মানসিক দক্ষতায় পূর্ববর্তী প্রশ্ন রিপিট হয়। তাই এদিকে গুরুত্ব দিতে হবে।
সর্বোপরি প্রস্তুতি আরও শাণিত করতে অফলাইন বা অনলাইনে পরীক্ষা দিতে পারেন। এর পাশাপাশি প্রতিদিন ঘড়ি ধরে লেখার অভ্যাস, লেখার গতি বাড়ানো ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা ফলপ্রসূ হবে। সবার জন্য শুভকামনা রইল।
অনুলিখন: কামরুজ্জামান কিরন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নবম ও দশম গ্রেডে মোট ৯০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
৬ দিন আগেজীবনে সফল হতে হলে একটি পরিষ্কার ও সুনির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। লক্ষ্য ছাড়া জীবনে কোনো সঠিক দিকনির্দেশনা পাওয়া যায় না। যেকোনো লক্ষ্য অর্জনের জন্য প্রথমে সেই লক্ষ্যকে মানসিকভাবে গ্রহণ করা এবং তার প্রতি অটুট মনোভাব রাখতে হবে। আপনি যদি নিশ্চিত না হন যে আপনার লক্ষ্য কী, তবে আপনার জীবনও লক্ষ্যহীন
০৬ মার্চ ২০২৫ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) মাল্টিডিসিপ্লিনারি প্রফেশনাল সাবজেক্ট এবং ব্যবসায় শিক্ষা অনুষদের একটি বিশেষ শাখা। বাংলায় এর অর্থ হলো তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি। এমআইএস টার্মটির সঙ্গে সংযুক্ত অন্য টার্মগুলো হচ্ছে, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম,ডিসিশন সাপোর্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেম,
২৭ ফেব্রুয়ারি ২০২৫বর্তমানে চাকরির অনলাইন সাক্ষাৎকারে আত্মবিশ্বাস ধরে রাখা অনেক প্রার্থীর জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে প্রযুক্তির অগ্রগতির ফলে কিছু এআই-চালিত টুলসের সাহায্যে এই চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করা সম্ভব। এই টুলগুলোর অন্যতম সুবিধা হলো...
১৬ ফেব্রুয়ারি ২০২৫