হোম > সারা দেশ > বরিশাল

২২-এর ঘটনা, ২৫-এর মামলা, ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

গ্রেপ্তার ছাত্রলীগ সভাপতি রিয়াদ হোসেন অপু সিকদার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি রিয়াদ হোসেন অপু সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদরের নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ছায়েদ আলী খান বাড়ির সামনের মাঠে ২০২২ সালের ৬ মার্চ বিকেলে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে হামলায় শতাধিক নেতা-কর্মী আহত হন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওই হামলা চালায় বলে অভিযোগ বিএনপির। এ ঘটনায় বেতাগীসানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৪৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় রিয়াদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, বিএনপির নেতার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভাপতিকে গ্রেপ্তার করে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরগুনায় ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মৃত আ.লীগ নেতার নামে দশমিনা থানায় ভাঙচুর মামলা!

ধর্ষণ মামলার বাদীকে হত্যা: নিহতের স্ত্রী বললেন, ‘সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি’

বাবুগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, আটক ১

ঝালকাঠির সাবেক পিপি কারাগারে

বরিশালে বাসের ধাক্কায় সাবেক সেনাসদস্যের মৃত্যু

জাতীয়করণের নামে বিপুল টাকা লেনদেন

পটুয়াখালীতে ট্রলারে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে জলদস্যুর মৃত্যু

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু

বরগুনায় পথশিশুকে ধর্ষণের চেষ্টা, ভর্তি ছাড়া হাসপাতালে চিকিৎসা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার