নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আজ রোববার দুপুরে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবকেরা হলেন বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও একই গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে লিংকন (২৩)। আটক হাসান রহমতপুর ব্রিজ এলাকার সেবা ইঞ্জিনিয়ারিং নামের দোকানের মালিক এবং উপজেলার দোয়ারিকা গ্রামের বাসিন্দা। মিঠুন ও লিংকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। রোববার সকালে দোকানের মালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের ভাঙারি ব্যবসায়ী সাইদুল চোরাই লোহার পাত কিনেছেন। পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী মিঠুন ও লিংকনকে ডেকে নিয়ে নির্যাতন করেন দোকান মালিক হাসান ও স্থানীয় কিছু লোক।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে রোদের মধ্যে উপুড় করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর পেছনে ঘুরে ঘুরে তাঁর পায়ে লোহার রড দিয়ে পেটাচ্ছেন দোকানের মালিক হাসান। অপর যুবককে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। দোকানের মালিকের সঙ্গে এক নারী এবং স্থানীয় আরও কয়েক ব্যক্তি দুই যুবককে মারধরসহ নির্যাতনে সহযোগিতা করেন। পাশে অনেকে দাঁড়িয়ে তা দেখছেন।
আটকের আগে দোকানের মালিক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার দোকানের মালামাল চুরি করে পাশের ভাঙারি দোকানে ৪-৫ হাজার টাকায় বিক্রি করেছেন ওই দুই যুবক। ভাঙারি দোকানের মালিক এবং অভিযুক্ত দুই যুবকও চুরির কথা স্বীকার করেছে।’ পুলিশে না দিয়ে কেন নির্মম নির্যাতন করা হলো এমন প্রশ্নের কোনো উত্তর দেননি হাসান।
ওসি জাকির হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেঁধে রাখা দুই যুবককে ছেড়ে দিয়েছেন অভিযুক্তেরা। পরে বিকেলে অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আজ রোববার দুপুরে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবকেরা হলেন বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও একই গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে লিংকন (২৩)। আটক হাসান রহমতপুর ব্রিজ এলাকার সেবা ইঞ্জিনিয়ারিং নামের দোকানের মালিক এবং উপজেলার দোয়ারিকা গ্রামের বাসিন্দা। মিঠুন ও লিংকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। রোববার সকালে দোকানের মালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের ভাঙারি ব্যবসায়ী সাইদুল চোরাই লোহার পাত কিনেছেন। পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী মিঠুন ও লিংকনকে ডেকে নিয়ে নির্যাতন করেন দোকান মালিক হাসান ও স্থানীয় কিছু লোক।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে রোদের মধ্যে উপুড় করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর পেছনে ঘুরে ঘুরে তাঁর পায়ে লোহার রড দিয়ে পেটাচ্ছেন দোকানের মালিক হাসান। অপর যুবককে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। দোকানের মালিকের সঙ্গে এক নারী এবং স্থানীয় আরও কয়েক ব্যক্তি দুই যুবককে মারধরসহ নির্যাতনে সহযোগিতা করেন। পাশে অনেকে দাঁড়িয়ে তা দেখছেন।
আটকের আগে দোকানের মালিক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার দোকানের মালামাল চুরি করে পাশের ভাঙারি দোকানে ৪-৫ হাজার টাকায় বিক্রি করেছেন ওই দুই যুবক। ভাঙারি দোকানের মালিক এবং অভিযুক্ত দুই যুবকও চুরির কথা স্বীকার করেছে।’ পুলিশে না দিয়ে কেন নির্মম নির্যাতন করা হলো এমন প্রশ্নের কোনো উত্তর দেননি হাসান।
ওসি জাকির হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেঁধে রাখা দুই যুবককে ছেড়ে দিয়েছেন অভিযুক্তেরা। পরে বিকেলে অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৮ ঘণ্টা আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৮ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৭ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫