হোম > সারা দেশ > ঢাকা

ঈদে ঢাকায় পাঁচ স্তরের নিরাপত্তা, চোখ থাকবে নিষিদ্ধ সংগঠনের ওপর: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এবারের ঈদে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীর ঈদ জামাতগুলো ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। 

আজ রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে এসে এসব কথা জানান ঢাকার পুলিশপ্রধান। তিনি বলেন, শুধু আওয়ামী লীগ নয়; নিষিদ্ধঘোষিত যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে ডিএমপি।

ডিএমপি কমিশনার বলেন, সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এই ঈদগাহে নামাজ আদায় করবেন।

জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে যান ডিএমপি কমিশনার। ছবি: আজকের পত্রিকা

এবার নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এ ছাড়া শতাধিক সিসি ক্যামেরার নজরদারিও থাকবে।

কটিয়াদীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ, চালকের সহকারী নিহত

হত্যাচেষ্টা মামলা: আওয়ামীপন্থী ৮৪ আইনজীবী কারাগারে

‘এসি ঘুষ নেওয়া’ সেই ওসিকে প্রত্যাহার, তদন্ত কমিটি

জাজিরায় মুহুর্মুহু বোমা: পুলিশের মামলা, ইউপি চেয়ারম্যানসহ ৮ জন গ্রেপ্তার

হাছান মাহমুদ ও তাঁর স্ত্রীর ৬৫ ব্যাংক হিসাবে ৭২২ কোটি টাকা লেনদেনের অভিযোগ

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সংগ্রহশালার দাবি

সড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টনে মিলল নবজাতকের লাশ

বিকল বাসে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত, হাসপাতালে স্বামী-সন্তান

রাজধানীতে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত দেবর পলাতক

পিলখানার সামনে চাকরিচ্যুত সাবেক বিডিআরদের অবস্থান কর্মসূচি