Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে আগুনে পুড়ল ১৮ দোকান

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে আগুনে পুড়ল ১৮ দোকান
আগুনে দোকান পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২১ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

লাউহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক মনসুর আহমেদসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার সকালে রফিকুল ইসলামের তেলের দোকানে লরি থেকে তেল নামানোর সময় আগুনের সূত্রপাত।

সঙ্গে সঙ্গে তেলের লরিসহ পুরো দোকানে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তাপপ্রবাহ মাত্রাতিরিক্ত থাকায় স্থানীয় লোকজন আগুন নেভাতে কাছে যেতে পারছিলেন না। পরে দেলদুয়ার, নাগরপুর ও মির্জাপুর থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ আল নূর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে লাউহাটি বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেলা ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গুলশানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা: মাস্টারমাইন্ডসহ গ্রেপ্তার ২

অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকার টার্মিনালগুলোতে দূরপাল্লার বাসের জরিমানা

‘টাকা যার, রাষ্ট্র তার; টাকা যার, অধিকার তার—এমন রাষ্ট্র চাইনি’

ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আগামীকাল

শরীয়তপুরে নিজ ঘরে নারীকে গলা কেটে হত্যা

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক ৩

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের নামে কিশোরগঞ্জে আরও একটি মামলা

কটিয়াদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত

স্বাধীনতা দিবসে ‘সীমান্ত গৌরবে’ বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা ‎

ফরিদপুরে নিক্সনের সহচর সাবেক ছাত্রলীগ নেতা কাউসারসহ গ্রেপ্তার ২