বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবর রহমানের ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ৯৪ লাখ ৮ হাজার ৫৯২ টাকা রয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।
আবেদনে বলা হয়, হাবিবর রহমানের ব্যাংক হিসাবে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তাঁর ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।