শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ছয়টি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযান টের পেয়ে ড্রেজারে থাকা শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চরজানাজাত, কাঁঠালবাড়ি এলাকা-সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে একটি চক্র। দিনরাত পদ্মার বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ছয়টি ড্রেজার শিবচর অংশে থাকায় জব্দ করে পদ্মার পাড়ে নিয়ে আসা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘আমরা অভিযান চালিয়ে ছয়টি ড্রেজার জব্দ করে পাড়ে নিয়ে এসেছি। তবে ড্রেজারে থাকা লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাঁদের আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’
মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ছয়টি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযান টের পেয়ে ড্রেজারে থাকা শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চরজানাজাত, কাঁঠালবাড়ি এলাকা-সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে একটি চক্র। দিনরাত পদ্মার বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ছয়টি ড্রেজার শিবচর অংশে থাকায় জব্দ করে পদ্মার পাড়ে নিয়ে আসা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘আমরা অভিযান চালিয়ে ছয়টি ড্রেজার জব্দ করে পাড়ে নিয়ে এসেছি। তবে ড্রেজারে থাকা লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাঁদের আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৩ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
২০ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫