সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার লাথি মারার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মোতালেব হোসেন নামের ওই ব্যক্তি প্রথমে তাঁকে লাথি মেরেছেন। মোতালেব মানসিক প্রতিবন্ধী। এ বিষয়টি তিনি আগে জানতেন না।
ভুক্তভোগী মোতালেবের পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য সূত্রে জানা গেছে, গতকাল রোববার বহুরিয়া ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছিল। বেলা ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলবাইদ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন ছোট একটি লাঠি হাতে পরিষদ চত্বরে যান। তিনি মোশারফ নামের এক ব্যক্তিকে পেটাবেন বলে বকাঝকা ও খোঁজ করছিলেন। এ সময় দায়িত্বরত দফাদার মোতালেবকে নিবৃত্ত করে তাড়িয়ে দেন। পরে বেলা দুইটার দিকে তিনি একইভাবে পরিষদ চত্বরে গিয়ে বকাঝকা করতে থাকেন। চেয়ারম্যান নূরে আলম মুক্তা এগিয়ে এসে মোতালেবকে পরিষদ চত্বর ত্যাগ করতে বললে তিনি চেয়ারম্যানকে আঘাত করে বসেন। এ সময় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে মোতালেবকে লাথি মারেন।
এ ঘটনার এক দিন পর আজ সোমবার দুপুর থেকে ‘চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা অসহায় এক অটোরিকশাচালককে লাথি মারছেন’ এমন ক্যাপশন দিয়ে চার সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা জানতে প্রত্যক্ষদর্শী দফাদার প্রহর লাল, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম এবং ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ওই লোককে পরিষদ চত্বর ত্যাগ করতে বললে তিনি হঠাৎ দৌড়ে গিয়ে চেয়ারম্যানকে লাথি দেন। এ ঘটনায় চেয়ারম্যানও ক্ষিপ্ত হয়ে লাথি মেরেছেন। পরে জানা যায়, লোকটি মানসিক প্রতিবন্ধী। তিনি নিজ এলাকায়ও অনেকের সঙ্গে এমন আচরণ করেছেন।
বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া জানান, মোতালেব মানসিক রোগী। প্রায়ই এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন। ভিডিওটির অংশবিশেষ প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (মোতালেবের এলাকা) ইউপি সদস্য বদর উদ্দিন বলেন, মোতালেব হোসেন মানসিক ভারসাম্যহীন।
মোবাইল ফোনে মোতালেবের ভাতিজা ফারুক হোসেন ও ভাতিজি সাজেদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, চাচা মোতালেব হোসেন প্রায় ছয় বছর আগে বিদেশ থেকে ফেরার পর থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন। এটা সবাই জানে, চেয়ারম্যান যদি চাচাকে আঘাত না করে আটকে রেখে খবর দিতেন, তাহলে ভালো হতো। আর যারা আমাদের কাছে না জেনেই ভিডিওটি ছড়িয়ে দিচ্ছে, তারাও ঠিক করছে না।
এ বিষয়ে চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা আজকের পত্রিকাকে বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন, তা আমি জানতাম না। জানলে আমি কোনোভাবেই এই আচরণ করতাম না। এখন আমাকে ছোট করতে কোনো একটি পক্ষ ভিডিওটি কেটে-ছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে।’
উল্লেখ্য, এর আগে গত বছরের ২ মার্চ পারিবারিক কলহের জেরে সরকার নূরে আলম মুক্তা তাঁর প্রতিবেশী জেসমিন আক্তারকে (৩৫) মারধর করেছিলেন। অপর প্রতিবেশী রুবেলকে (৩৭) সঙ্গে নিয়ে চেয়ারম্যানের ওই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় চেয়ারম্যান মুক্তা বেশ কয়েক দিন টাঙ্গাইল কারাগারে ছিলেন।
টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার লাথি মারার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মোতালেব হোসেন নামের ওই ব্যক্তি প্রথমে তাঁকে লাথি মেরেছেন। মোতালেব মানসিক প্রতিবন্ধী। এ বিষয়টি তিনি আগে জানতেন না।
ভুক্তভোগী মোতালেবের পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য সূত্রে জানা গেছে, গতকাল রোববার বহুরিয়া ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছিল। বেলা ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলবাইদ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন ছোট একটি লাঠি হাতে পরিষদ চত্বরে যান। তিনি মোশারফ নামের এক ব্যক্তিকে পেটাবেন বলে বকাঝকা ও খোঁজ করছিলেন। এ সময় দায়িত্বরত দফাদার মোতালেবকে নিবৃত্ত করে তাড়িয়ে দেন। পরে বেলা দুইটার দিকে তিনি একইভাবে পরিষদ চত্বরে গিয়ে বকাঝকা করতে থাকেন। চেয়ারম্যান নূরে আলম মুক্তা এগিয়ে এসে মোতালেবকে পরিষদ চত্বর ত্যাগ করতে বললে তিনি চেয়ারম্যানকে আঘাত করে বসেন। এ সময় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে মোতালেবকে লাথি মারেন।
এ ঘটনার এক দিন পর আজ সোমবার দুপুর থেকে ‘চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা অসহায় এক অটোরিকশাচালককে লাথি মারছেন’ এমন ক্যাপশন দিয়ে চার সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা জানতে প্রত্যক্ষদর্শী দফাদার প্রহর লাল, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম এবং ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ওই লোককে পরিষদ চত্বর ত্যাগ করতে বললে তিনি হঠাৎ দৌড়ে গিয়ে চেয়ারম্যানকে লাথি দেন। এ ঘটনায় চেয়ারম্যানও ক্ষিপ্ত হয়ে লাথি মেরেছেন। পরে জানা যায়, লোকটি মানসিক প্রতিবন্ধী। তিনি নিজ এলাকায়ও অনেকের সঙ্গে এমন আচরণ করেছেন।
বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া জানান, মোতালেব মানসিক রোগী। প্রায়ই এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন। ভিডিওটির অংশবিশেষ প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (মোতালেবের এলাকা) ইউপি সদস্য বদর উদ্দিন বলেন, মোতালেব হোসেন মানসিক ভারসাম্যহীন।
মোবাইল ফোনে মোতালেবের ভাতিজা ফারুক হোসেন ও ভাতিজি সাজেদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, চাচা মোতালেব হোসেন প্রায় ছয় বছর আগে বিদেশ থেকে ফেরার পর থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন। এটা সবাই জানে, চেয়ারম্যান যদি চাচাকে আঘাত না করে আটকে রেখে খবর দিতেন, তাহলে ভালো হতো। আর যারা আমাদের কাছে না জেনেই ভিডিওটি ছড়িয়ে দিচ্ছে, তারাও ঠিক করছে না।
এ বিষয়ে চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা আজকের পত্রিকাকে বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন, তা আমি জানতাম না। জানলে আমি কোনোভাবেই এই আচরণ করতাম না। এখন আমাকে ছোট করতে কোনো একটি পক্ষ ভিডিওটি কেটে-ছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে।’
উল্লেখ্য, এর আগে গত বছরের ২ মার্চ পারিবারিক কলহের জেরে সরকার নূরে আলম মুক্তা তাঁর প্রতিবেশী জেসমিন আক্তারকে (৩৫) মারধর করেছিলেন। অপর প্রতিবেশী রুবেলকে (৩৭) সঙ্গে নিয়ে চেয়ারম্যানের ওই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় চেয়ারম্যান মুক্তা বেশ কয়েক দিন টাঙ্গাইল কারাগারে ছিলেন।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৩ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
২০ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫