Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে গণপূর্তের নির্মাণসামগ্রী পরীক্ষাগার উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে গণপূর্তের নির্মাণসামগ্রী পরীক্ষাগার উদ্বোধন
ফরিদপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে পরিকল্পনা, প্রশিক্ষণ ও নির্মাণসামগ্রী পরীক্ষাগার উদ্বোধন করেন গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে পরিকল্পনা, প্রশিক্ষণ ও নির্মাণসামগ্রী পরীক্ষাগার উদ্বোধন করেছে গণপূর্ত বিভাগ। এতে বিভাগটির অধীনে থাকা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়মসহ ভেজাল সামগ্রী রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার দুপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে পরীক্ষাগারটির উদ্বোধন করেন গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। পরে তিনি পরীক্ষাগারটি পরিদর্শন করেন। এর আগে বিভাগটির অধীনে থাকা চলমান উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

খালেকুজ্জামান চৌধুরী কর্মকর্তা ও কর্মচারীদের জনমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের প্রতিটি কাজ আন্তরিকতার সঙ্গে দেখতে হবে। আমরা বিরাট ক্ষমতাবান, এই চিন্তা করা যাবে না। আপনার দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের কাজে অবদান রাখতে হবে। আমরা এভাবেই প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে চাই।’

উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো অনিয়ম চলতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘অনিয়ম চলবে না। কেউ যদি অনিয়ম করে, তাহলে অনিয়মের কারণে যে ভোগান্তি হবে, সেটা তাঁকেই ভোগ করতে হবে। অনেক সময় আমরা সঠিক দিক-নির্দেশনা দিতে পারি না, যে কারণে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এখন আমরা সেটা চাই না। আমাদের দিক-নির্দেশনা স্পষ্ট, আমরা মানুষের জন্য কাজ করব। মানুষ যেন সত্যিকার অর্থে বুঝতে পারে এই সরকার জনগণের জন্য কাজ করছে।’

মতিবিনিময় শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র তুলে ধরে সংশ্লিষ্ট বিভাগ। এ সময় চলমান প্রকল্প, বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্প সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জোনের এসি তত্ত্বাবধায়ক (প্রধান প্রকৌশলী) বাহাদুর আলী, পিএনডির নির্বাহী প্রকৌশলী মো. আবু সুফিয়ান মাহবুব, ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান প্রমুখ।

সওজের জমি দখল করে সাইনবোর্ড, মাটি ভরাট

উত্তরায় ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জন গ্রেপ্তার

হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এটিজেএফবি অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

ঢাবি এলাকায় অটোরিকশা ভাঙচুর করে ছিনতাইচেষ্টা, আটক ৪

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ