Ajker Patrika

গজারিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত তরুণের লাশ

গজারিয়া প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।  

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ নয়ানগর মেঘনা নদীতে সকালে মাছ ধরার সময় স্থানীয় জেলেরা নদীতে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে গজারিয়া নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ মাহবুব আলম বলেন, ১৮-২০ বছর বয়সী খালি শরীরে অর্ধগলিত ওই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত