হোম > সারা দেশ > ঢাকা

তা’মীরুল মিল্লাতের অধ্যক্ষ আবু ইউছুফ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ীর অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ। ছবি: সংগৃহীত

খাতা মূল্যায়নে জালিয়াতি, অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ীর অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফকে বরখাস্ত করা হয়েছে। ১২ মার্চ মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. কোরবান আলী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার গভর্নিং বডির ১২ মার্চের সভায় আপনার বিরুদ্ধে ট্রাস্ট কর্তৃক গঠিত তদন্ত কমিটির আনীত ২০টি অভিযোগের প্রতিবেদন আলোচিত হয়। সব দিক বিবেচনা করে সর্বসম্মতিক্রমে আপনার বরখাস্তের মেয়াদ ২০ মার্চ থেকে আরও দুই মাস বাড়িয়ে ছয় মাস নির্ধারণ করা হয়েছে। বরখাস্তকালে মাদ্রাসা থেকে সব প্রকার সুযোগ-সুবিধা বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে মাওলানা আবু ইউছুফ বলেন, ‘কোনো বিষয়ে অভিযোগ থাকলে প্রথমে শোকজ দিতে হয়। শোকজের জবাবে সন্তুষ্ট না হলে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আমার ক্ষেত্রে সে রকম হয়নি, আমাকে সরাসরি বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের মেয়াদ শেষ হওয়ার আগে আবার দুই মাস বাড়িয়ে আরেকটি চিঠি দেওয়া হয়েছে। এটিও আইনসংগত হয়নি।’

হত্যাচেষ্টা মামলা: আওয়ামীপন্থী ৮৪ আইনজীবী কারাগারে

‘এসি ঘুষ নেওয়া’ সেই ওসিকে প্রত্যাহার, তদন্ত কমিটি

জাজিরায় মুহুর্মুহু বোমা: পুলিশের মামলা, ইউপি চেয়ারম্যানসহ ৮ জন গ্রেপ্তার

হাছান মাহমুদ ও তাঁর স্ত্রীর ৬৫ ব্যাংক হিসাবে ৭২২ কোটি টাকা লেনদেনের অভিযোগ

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সংগ্রহশালার দাবি

সড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টনে মিলল নবজাতকের লাশ

বিকল বাসে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত, হাসপাতালে স্বামী-সন্তান

রাজধানীতে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত দেবর পলাতক

পিলখানার সামনে চাকরিচ্যুত সাবেক বিডিআরদের অবস্থান কর্মসূচি

মানিকগঞ্জে কার্টনে মোড়ানো লাশের পরিচয় মিলেছে