হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রা: সড়কে ভোগান্তি বাড়াচ্ছে উল্টো পথের অটোরিকশা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে উল্টো পথে চলা অটোরিকশার কারণে সৃষ্ট যানজট। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে ঘরমুখী মানুষের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে উল্টো পথে চলা অটোরিকশা। এগুলোর কারণে মহাসড়কের বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড়ে এমন চিত্র দেখা গেছে।

যাত্রী ও গাড়িচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জে আজ সকাল থেকে মহাসড়কের কোথাও যানজট হয়নি। তবে দুপুরের পর থেকে সড়কে বাড়তে থাকে যাত্রী ও যানবাহনের চাপ। সেই সঙ্গে দেখা যায়, ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কের উল্টো পথে যাতায়াত করছে। এতে যানজট তৈরি হচ্ছে।

শিমরাইল মোড়ে আলাপকালে পোশাকশ্রমিক রাবেয়া খাতুন বলেন, ‘মদনপুর থিকা বাসে উঠছি, কাঁচপুর আইয়া গাড়ি থাইম্মা আছে ২৫ মিনিট। এল্লিগা গাড়িত্তে নাইম্মা আইট্টা এনো আইয়া দেহি রাস্তার ভিত্তে অটোওলারা উলটা অটো ঢুকাইয়া রাস্তাডারে জ্যাম লাগায় রাখছে। পুলিশ কি দেখে না এডি? এডিরে উল্ডা না যাইতে দিলেও তো জ্যামডা লাগে না।’

ইমতিয়াজ নামের এক ব্যবসায়ী বলেন, ‘মহাসড়কে উল্টো পথে চলাচল করা এসব অটো বন্ধ করা উচিত। তা না হলে সড়কে শৃঙ্খলা ফিরবে না, যানজট লেগে থাকবে।’

এ বিষয়ে জানতে চাইলে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক (টিআই) আবু নাঈম বলেন, ‘মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। মহাসড়কে তিন চাকার বাহনগুলো আটক করে মামলা দেওয়া হচ্ছে। এ ছাড়া এগুলো ডাম্পিং করা হচ্ছে অনেক সময়। তারপরও কিছু কিছু অটোচালক আবার অটো নিয়ে মহাসড়কে উঠে যায়। আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

হত্যাচেষ্টা মামলা: আওয়ামীপন্থী ৮৪ আইনজীবী কারাগারে

‘এসি ঘুষ নেওয়া’ সেই ওসিকে প্রত্যাহার, তদন্ত কমিটি

জাজিরায় মুহুর্মুহু বোমা: পুলিশের মামলা, ইউপি চেয়ারম্যানসহ ৮ জন গ্রেপ্তার

হাছান মাহমুদ ও তাঁর স্ত্রীর ৬৫ ব্যাংক হিসাবে ৭২২ কোটি টাকা লেনদেনের অভিযোগ

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সংগ্রহশালার দাবি

সড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টনে মিলল নবজাতকের লাশ

বিকল বাসে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত, হাসপাতালে স্বামী-সন্তান

রাজধানীতে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত দেবর পলাতক

পিলখানার সামনে চাকরিচ্যুত সাবেক বিডিআরদের অবস্থান কর্মসূচি

মানিকগঞ্জে কার্টনে মোড়ানো লাশের পরিচয় মিলেছে