অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিসর্জন আদালতের বিচারক মো. জাকির হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন।
জামিন শুনানির সময় হেনরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালতের প্রসিকিউশন দপ্তরের সূত্র বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে।
গত বছর ২২ ডিসেম্বর সিরাজগঞ্জের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৭৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেনরীকে আটক করে পুলিশ। পরে তাঁকে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর ঢাকার বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।