হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে নিখোঁজের এক দিন পর নারীর লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নিখোঁজের এক দিন পর নরসিংদীতে খাল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী পশ্চিমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত নারীর নাম রাবেয়া বেগম (৫৫), তিনি ওই এলাকার আওয়াল মিয়ার স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাবেয়া বেগম শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে আজ (রোববার) দুপুরে গ্রামের পার্শ্ববর্তী খালে লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমান উল্লাহ আমান বলেন, ‘কীভাবে রাবেয়া বেগমের মৃত্যু হলো, তা এখনো স্পষ্ট নয়। আমাদের প্রাথমিক ধারণা, এটি একটি দুর্ঘটনা হতে পারে, তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ পাঠানো হয়েছে, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

জুলাইয়ে ঢাবি ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার অধিকতর তদন্ত কমিটি

দুদকের মামলায় সাবেক এমপি হেনরীর জামিন নামঞ্জুর

ওসমান পরিবারের নামে জালিয়াতিতে অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরসার প্রধান আতাউল্লাহসহ ৬ রোহিঙ্গা ১০ দিনের রিমান্ডে

শরীয়তপুরে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

মাদারীপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় স্কুলশিক্ষক কারাগারে

ফরিদপুরে গণপূর্তের নির্মাণসামগ্রী পরীক্ষাগার উদ্বোধন

হোটেল-রেস্তোরাঁয় পচা-বাসি খাবার, ভেজাল তেলে তৈরি হচ্ছে জিলাপি

মুন্সিগঞ্জে মাদক কারবারিদের হামলায় ডিবির ৩ সদস্য আহত

রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরসার প্রধান ৫ সহযোগীসহ নারায়ণগঞ্জে গ্রেপ্তার