Ajker Patrika

জুলাইয়ে ঢাবি ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার অধিকতর তদন্ত কমিটি

ঢাবি সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যাল। ছবি: ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যাল। ছবি: ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

গতকাল সোমবার সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়। এতে বলা হয়, ‘এ কমিটি সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের বিষয়টি আমলে নিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহিংস ঘটনায় জড়িতদের তথ্য চেয়ে চিঠি দেবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে খুব শিগগিরই তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে। পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের তালিকাটি পূর্ণাঙ্গ নয়, বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে প্রক্টর, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হকসহ আরও কয়েকজনকে সদস্য করে এ তদন্ত কমিটি করা হয়েছে। এ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত গতকাল সোমবার জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতার ঘটনায় ১২৮ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। মঙ্গলবার এ তালিকা প্রকাশিত হলে দেখা যায়-চিহ্নিত অনেক হামলাকারীর নাম এ তালিকায় আসেনি। ফলে শিক্ষার্থীরা অনলাইন-অফলাইনে নানা মাধ্যমে এ নিয়ে সমালোচনা করে। শিক্ষার্থীদের একটি দল বিকেলে এ নিয়ে বিক্ষোভ মিছিলও করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত