হোম > সারা দেশ > ঢাকা

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুলে রোভারের সনদ বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে ‘দক্ষতা অর্জন কোর্স ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে ‘দক্ষতা অর্জন কোর্স ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান।

দক্ষতা অর্জন কোর্সে ঢাকা জেলা রোভারের আওতাধীন ছয়টি ভেন্যুতে আটটি বিষয়ে ১হাজার ১০২ জন রোভার স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অফিস ব্যবস্থাপনা বিষয়ে ৫৩৬ জন, সাংবাদিকতা বিষয়ে ১২০ জন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ৩০ জন, কৃষি কর্মী বিষয়ে ৯৭ জন, আগুন নিভানো বিষয়ে ৫৪ জন, ব্লাড ব্যাংক বিষয়ে ৩৭ জন, ক্রাইম প্রিভেনশন বিষয়ে ৮২ জন এবং ফটোগ্রাফি বিষয়ে ১৪৬ জন রোভার স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিটি বিষয়ে সেরা তিন রোভার স্কাউট প্রশিক্ষণার্থীকে কৃতিত্বের স্মারক ও সকল প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত স্কাউট ব্যক্তিত্বদের স্মরণে ও ঢাকা জেলা রোভারের সার্বিক মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. মোস্তফা কামাল। শেষে অতিথিরা রোভার লিডার ও রোভার স্কাউটদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিরেন অধ্যাপক মাউশির পরিচালক ও বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সম্পাদক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালাহ্ উদ্দিন, ঢাকা জেলা রোভার কমিশনার মু. ওমর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান।

জুলাইয়ে ঢাবি ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার অধিকতর তদন্ত কমিটি

দুদকের মামলায় সাবেক এমপি হেনরীর জামিন নামঞ্জুর

ওসমান পরিবারের নামে জালিয়াতিতে অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরসার প্রধান আতাউল্লাহসহ ৬ রোহিঙ্গা ১০ দিনের রিমান্ডে

শরীয়তপুরে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

মাদারীপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় স্কুলশিক্ষক কারাগারে

ফরিদপুরে গণপূর্তের নির্মাণসামগ্রী পরীক্ষাগার উদ্বোধন

হোটেল-রেস্তোরাঁয় পচা-বাসি খাবার, ভেজাল তেলে তৈরি হচ্ছে জিলাপি

মুন্সিগঞ্জে মাদক কারবারিদের হামলায় ডিবির ৩ সদস্য আহত

রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরসার প্রধান ৫ সহযোগীসহ নারায়ণগঞ্জে গ্রেপ্তার