বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে রাজধানীর তুরাগ থেকে দেলোয়ার হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তুরাগের বাউনিয়া বাদাললি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন তুরাগ থানা আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেপ্তারকালে তার বাসায় তল্লাশি চালিয়ে একটি রাম দা জব্দ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে উত্তরা দিয়াবাড়ি সেনাঘাঁটির একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার হত্যা মামলার আসামি ও তুরাগ থানা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর ওই আওয়ামী লীগ নেতাকে তুরাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।