Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

ঢামেক প্রতিবেদক

নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত
প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে মো. সানি (৩৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেট থানাধীন আইয়ুব আলী কলোনির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত সানি জানান, তিনি পরিবার নিয়ে আইয়ুব আলী কলোনিতে থাকেন এবং নিউমার্কেট বাজারে মাছের ব্যবসা করেন। নিউমার্কেট থানার কাঁচাবাজার ইউনিট বিএনপির সহসভাপতি তিনি।

সানি বলেন, রাতে কয়েকজন যুবক কলোনির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কোনো এক বাসার ওপর থেকে একজনের গায়ে থুতু পড়ে। এ বিষয় নিয়ে তাঁরা খুব উত্তেজিত হয়ে পড়েন। বিষয়টা মীমাংসার জন্য বাসার লোকজনকে ডাকা হয়। এ সময় আরও ৫-৭ জন যুবক এসে তর্ক শুরু করেন। একপর্যায়ে তাঁর বাঁ পাঁজরে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

সানির ধারণা, তাঁরা ঢাকা কলেজ থেকে এসেছিলেন, তবে কাউকে চিনতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেট এলাকা থেকে ওই ব্যক্তিকে স্বজনেরা আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তাঁর বাঁ পাঁজরে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

সাধ্যের মধ্যে ফুটপাতেই ভরসা

রাজধানীর ট্রাফিক সিগন্যাল: ৫ মাসেও নেই দৃশ্যমান অগ্রগতি

ফুডির জমজমাট ইফতার সেহরি উৎসব বনানীতে

ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, সমাবেশ

গাজীপুরে বাসে যাত্রীকে ধর্ষণচেষ্টা, কন্ডাক্টর ও হেলপার গ্রেপ্তার

কিশোরগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৫

টাঙ্গাইলে আগুনে পুড়ল ১৮ দোকান

পল্লবীতে ছুরিকাঘাতে যুবক হত্যা

ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, নিকেতন ক্লাব থেকে অনুসরণ করে গুলশানে গিয়ে ব্যবসায়ীকে খুন

হিমাগারে যান্ত্রিক ত্রুটি, পচে যাওয়ার আশঙ্কায় ৩ কোটি টাকার আলু