Ajker Patrika

টাঙ্গাইলে আগুনে পুড়ল ১৮ দোকান

টাঙ্গাইল প্রতিনিধি 
আগুনে দোকান পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা
আগুনে দোকান পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২১ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

লাউহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক মনসুর আহমেদসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার সকালে রফিকুল ইসলামের তেলের দোকানে লরি থেকে তেল নামানোর সময় আগুনের সূত্রপাত।

সঙ্গে সঙ্গে তেলের লরিসহ পুরো দোকানে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তাপপ্রবাহ মাত্রাতিরিক্ত থাকায় স্থানীয় লোকজন আগুন নেভাতে কাছে যেতে পারছিলেন না। পরে দেলদুয়ার, নাগরপুর ও মির্জাপুর থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ আল নূর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে লাউহাটি বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেলা ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত, পরামর্শ দেওয়া ছাড়া কিছু করার ছিল না: জয়শঙ্কর

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব: নেত্র নিউজকে সেনাসদর

সেনানিবাসে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে দ্বিমত করে সারজিসের পোস্ট

‘দুর্নীতিবাজ’ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

এসিপির ইফতারে হাতাহাতি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত